এত কমে 4K স্মার্ট টিভি, বাড়িকে থিয়েটার বানিয়ে দেবে Motorola EnvisionX 4K QLED TV

Update: 2023-06-10 12:13 GMT

Motorola ভারতের বাজারে EnvisionX 4K QLED স্মার্ট টিভি লঞ্চ করল। সংস্থাটি গত মাসে এই একই Envision-সিরিজের অধীনে ৩২-ইঞ্চি, ৪৩-ইঞ্চি এবং ৫৫-ইঞ্চি ডিসপ্লে সাইজের তিনটি মডেল চালু করেছিল। তবে এগুলি ৪কে (4k) রেজোলেশন সমর্থিত ডিসপ্লে স্ক্রীনের সাথে এসেছিল। আর এখন Motorola এদেশে নতুন EnvisionX QLED টিভি লঞ্চ করেছে, যা ৫৫-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চি ডিসপ্লে সাইজ অফার করে। উভয় মডেলকেই চলতি মাসের শুরুতে উন্মোচন করা হয় এবং তখনই সমস্ত ফিচার প্রকাশ্যে নিয়ে আসা হয়। যদিও এর দাম ও লভ্যতা সংক্রান্ত তথ্য অন্তরালে রাখা হয়েছিল। কিন্তু আজ Motorola তাদের এই নয়া স্মার্ট টিভির বিক্রয় মূল্য ঘোষণা করার পাশাপাশি এটিকে ই-কমার্স ওয়েবসাইট Flipkart থেকে কেনা যাবে বলেও নিশ্চিত করেছে। চলুন Motorola EnvisionX 4K QLED TV স্মার্ট টিভির দাম এবং স্পেসিফিকেশন বিস্তারে জেনে নেওয়া যাক এবার…

ভারতে Motorola EnvisionX 4K QLED TV -এর দাম

ভারতের বাজারে, মোটোরোলা এনভিশনএক্স ৪কে কিউএলইডি টিভি -এর টপ-এন্ড মডেলের দাম ৪৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর বেস ভ্যারিয়েন্টকে পাওয়া যাচ্ছে ৩৫,৯৯৯ টাকায়। টিভি -টির ৫৫-ইঞ্চি ও ৬৫-ইঞ্চি উভয় ডিসপ্লে সাইজ বিকল্পকে আজ এই মুহূর্ত থেকেই ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে কিনে নিতে পারবেন আপনারা।

Motorola EnvisionX 4K QLED TV স্মার্ট টিভির স্পেসিফিকেশন

নতুন মোটোরোলা এনভিশনএক্স ৪কে কিউএলইডি টিভি স্লিক ও বেজেল-লেস ডিজাইন সহ এসেছে। ডিভাইসটির নীচে একটি স্টাইলিশ স্ট্যান্ড দেওয়া হয়েছে, যা ব্যবহার করে করে টিভি -টিকে যেকোনও জায়গায় বসানো যাবে। এই টেলিভিশন মডেলকে ৫৫-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চি ডিসপ্লে সাইজের সাথে পাওয়া যাবে এবং উভয় মডেলই অনুরূপ বৈশিষ্ট্য অফার করে।

ফিচারের কথা বললে, Motorola EnvisionX 4K QLED TV-তে কোয়ান্টাম-গ্লো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি অনুসারে, এই প্রযুক্তি ছবির মান আরো উন্নত করবে। এছাড়াও ডলবি ভিশনের সমর্থনও পাওয়া যাবে এতে। এক্ষেত্রে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী ছয়টি পিকচার মোডের যেকোনো একটি নির্বাচন করার বিকল্প পেয়ে যাবেন। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও এতে ২ জিবি র‌্যাম রয়েছে।

Motorola EnvisionX 4K QLED TV -কে ২০ ওয়াটের স্পিকার সিস্টেম সহ নিয়ে আসা হয়েছে, যা ডলবি অ্যাটমস প্রযুক্তি সাপোর্ট করে। গুগল টিভি ওএস দ্বারা চালিত এই স্মার্ট টেলিভিশনে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করা যাবে। এছাড়াও, একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের অ্যাক্সেসও উপলব্ধ। পরিশেষে এর কানেক্টিভিটি বিকল্পের মধ্যে সামিল রয়েছে - ওয়াই-ফাই ৮০২.১১ এসি (২.৪GHz/৫GHz), ব্লুটুথ, তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, ইথারনেট পোর্ট এবং একটি আরএফ (RF) পোর্ট।

Tags:    

Similar News