ফোন থেকে সরান এই চীনা অ্যাপ, গোপনে Android ব্যবহারকারীদের ডেটা চুরি করছে

Avatar

Updated on:

Chinese App Removed from Google Android

জনপ্রিয় একটি চীনা অ্যাপ নিষিদ্ধ করল Google। এই অ্যাপটি ক্ষতিকারক কার্যকলাপের সাথে যুক্ত। জানা গেছে এই অ্যাপের নাম Pinduoduo। জানা গেছে, এটি যেসব ব্যবহারকারীদের গ্যাজেটে ইনস্টল করা থাকে, তাদের প্রতিটি অ্যাক্টিভিটি ট্র্যাক করা হয়। বিষয়টি জানতে পেরে গুগল প্রতিটি ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠিয়েছে, যেখানে অ্যাপটিকে ডিলিট করে দেওয়ার কথা বলা হয়েছে। আপনার কাছেও যদি এরকম কোনো নোটিফিকেশন আসে তাহলে তড়িঘড়ি ব্যবস্থা নিন।

শীঘ্রই ডিলিট করুন অ্যাপ

এছাড়া এখনও নোটিফিকেশন না পেলেও Pinduoduo অ্যাপটি যদি আপনার ফোনে থেকে থাকে, তাহলে এক্ষুনি সরিয়ে ফেলুন। কারণ অ্যাপটি তথ্য চুরি করে বিক্রি করতে পারে। ফলে আপনি বিপদে পড়বেন।

অ্যাপ ডাউনলোড করার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন:

১: প্রথমত, আপনাকে দেখতে হবে যে আপনার ফোনের অপারেটিং সিস্টেম সম্পূর্ণ আপডেট আছে কিনা।

২: আপনার ফোনে যদি লেটেস্ট সফ্টওয়্যার থাকে তবে আপনার ডিভাইসটি সুরক্ষিত থাকবে।

৩: আপনি যেখান থেকে অ্যাপ ডাউনলোড করছেন তা নির্ভরযোগ্য কিনা তা আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের বিষয়ে ভালোভাবে জেনে নিন।

৪: অ্যাপের রিভিউগুলি ভালোভাবে পড়ুন।

৫: অ্যাপটি অপ্রয়োজনীয় কিছুর অ্যাক্সেস চাইছে কিনা দেখে নিন।

সঙ্গে থাকুন ➥