শীঘ্রই WhatsApp আনতে পারে Multi Device 2.0 সাপোর্ট, একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে দুটি ফোনে

ইউজারদের সুবিধার্থে কয়েক সপ্তাহ আগেই নানাবিধ ফিচারের পাশাপাশি ‘মাল্টি-ডিভাইস’ (Multi Device) সাপোর্ট নিয়ে এসেছিল WhatsApp (হোয়াটসঅ্যাপ)। এতে, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা প্রাইমারী ডিভাইসের অর্থাৎ স্মার্টফোনের পাশাপাশি, আরও দুটি ডিভাইসে নিজের অ্যাকাউন্ট লগ ইন করে তাতে চ্যাটিং করতে পারছেন। কিন্তু এই ‘মাল্টি-ডিভাইস’ সাপোর্ট তেমনও আশানুরূপ সাড়া ফেলতে পারেনি, কারণ এই ফিচার একসাথে দুটি মোবাইলে একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা দেয়নি। ফলে একটি স্মার্টফোন এবং কম্পিউটারের মধ্যেই অ্যাকাউন্ট লগ ইনের বিষয়টি আবদ্ধ রয়ে গেছে। সেক্ষেত্রে খুব শীঘ্রই এই সীমাবদ্ধতা ঘুচতে চলেছে বলে মনে হচ্ছে। শোনা যাচ্ছে যে, এবার ইউজারদের চাহিদা মতই একই অ্যাকাউন্ট দুটি ফোনে লিঙ্ক করে রাখার অপশন দেবে সংস্থা।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, মেটা (Meta) মালিকানাধীন এই সোশ্যাল নেটওয়ার্কিং কোম্পানি একটি নতুন ‘কম্প্যানিয়ন’ (companion) মোডের ওপর কাজ করছে, যার নাম দেওয়া হয়েছে মাল্টি-ডিভাইস ২.০ (Multi Device 2.0)। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটায় (ভার্সন ২.২২.১৫.১) এই অপশন দেখাও গিয়েছে।

কীভাবে কাজ করবে Multi Device 2.0?

যেমনটা শুরুতেই বলেছি, হোয়াটসঅ্যাপ মাল্টি-ডিভাইসের নতুন কম্প্যানিয়ন মোডের মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি অন্য মোবাইলে লিঙ্ক করে ব্যবহার করতে সক্ষম হবেন। আর সবচেয়ে সেরা ব্যাপারটি হল, দ্বিতীয় ফোনের মাধ্যমে মেসেজ পাঠাতে প্রাইমারী ফোনে ইন্টারনেট কানেকশন এনাবেল না থাকলেও চলবে। এক্ষেত্রে চ্যাট সেকেন্ডারি হ্যান্ডসেটে সুরক্ষিতভাবে কপি হবে।

এই প্রসঙ্গে বলে রাখি, আমরা নিশ্চিত নই যে হোয়াটসঅ্যাপ কবে এই সুবিধাজনক ফিচারটি সর্বসাধারণের জন্য প্রকাশ করবে। এখনও পর্যন্ত সমস্ত বিটা পরীক্ষকই এটি চাক্ষুষ করেননি। ফলে কোম্পানি আগে একটি বৃহত্তর বিটা টেস্ট করার পর মাল্টি-ডিভাইস ২.০ ফিচারের স্টেবল আপডেট আনতে পারে…