HP ভারতে লঞ্চ করল Poly Voyager Free 60 ইয়ারফোন, দাম শুনলে চোখ কপালে উঠবে

Avatar

Published on:

HP Poly Voyager Free 60 launched in india price features

জনপ্রিয় কম্পিউটার প্রস্তুতকারী সংস্থা HP-র অধীনস্থ Poly ব্র্যান্ড ভারতে নিয়ে আসলো তাদের নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড, যার নাম Poly Voyager Free 60। প্রিমিয়াম রেঞ্জের এই ইয়ারবাডে রয়েছে এএনসি ফিচার, ওয়্যারলেস চার্জিং, ট্রান্সফারেন্সি মোড ইত্যাদি। শুধু তাই নয়, এর সাথে থাকছে একটি টাচ স্ক্রিন চার্জিং কেস। আবার সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি ২৪ ঘন্টা লিসনিং টাইম এবং সাড়ে ১৬ ঘণ্টা টকটাইম অফার করতে সক্ষম। চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক নতুন Poly Voyager Free 60 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Poly Voyager Free 60-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Poly Voyager Free 60 ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৪১,৯৯৯ টাকা। আগ্রহী ক্রেতারা কার্বন ব্ল্যাক এবং হোয়াইট স্যান্ড, এই দুটি কালার অপশন পাবেন এই ইয়ারফোনে।

Poly Voyager Free 60-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Poly Voyager Free 60 ইয়ারফোনটি ডিম্বাকৃতির চার্জিং কেস সহ এসেছে, যার ওপরে রয়েছে ওলেড স্ক্রিন। এই স্ক্রিনে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসের চেঞ্জিং ট্র্যাক দেখতে পাওয়া যাবে।

অন্যদিকে, এর প্রত্যেকটি ইয়ারবাডে থাকছে তিনটি মাইক। তাছাড়া এর ইয়ারবাডগুলি কানে শক্তভাবে আটকে রাখার জন্য এতে দেওয়া হয়েছে তিনটি ভিন্ন সাইজের ইয়ারটিপ। আবার ইয়ারফোনটি আইফোন,অ্যান্ড্রয়েড এবং পিসি সবরকম ডিভাইসের সাথেই সামঞ্জস্যপূর্ণ। এদিকে ইয়ারফোনটির সাথে থাকছে BT700 ব্লুটুথ অ্যাডাপ্টার। তাই ব্যবহারকারী চাইলেই যেকোনো নন -ব্লুটুথ ডিভাইসের সঙ্গেও ইয়ারফোনটি কানেক্ট করতে পারবেন। যাইহোক, এখানে জানিয়ে রাখি আলোচ্য ইয়ারফোনের ইয়ারবাডগুলি পলি লেন্স মোবাইল অ্যাপের দ্বারা নিয়ন্ত্রিত।

পাশাপাশি ইয়ারফোনটির ফিচার প্রসঙ্গে বলতে গেলে, এতে রয়েছে স্মার্ট সেন্সর। তাই কান থেকে খুলে ফেললে মিউজিক কিংবা কল স্বয়ংক্রিয়ভাবে পজ হয়ে যাবে। তাছাড়া হাওয়ার আওয়াজ কমানোর জন্য এর সাথে থাকছে উইন্ড স্মার্ট টেকনোলজি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো হেয়ারেবলটিকে একই সাথে দুটি থেকে আটটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করা সম্ভব। তদুপরি ইয়ারফোনটি এএসি, এপিটিএক্স, এসবিসি এবং এমএসবিসি ব্লুটুথ কোডেক সাপোর্ট সহ এসেছে।

এবার আলোচনা করা যাক Poly Voyager Free 60 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জ দিলে ইয়ারফোনটি ২৪ ঘন্টা লিসনিং টাইম এবং ১৬.৫ ঘণ্টা টকটাইম অফার করতে পারবে।

সঙ্গে থাকুন ➥