HomeAudioইয়ারফোনের বাজার ধরতে নতুন Particles by XO ব্র্যান্ড আনছে Nothing

ইয়ারফোনের বাজার ধরতে নতুন Particles by XO ব্র্যান্ড আনছে Nothing

সম্প্রতি নাথিং কর্তা Carl Pei-helmed একটি টুইটে ঘোষণা করেছেন, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে সংস্থার নতুন একটি প্রোডাক্ট। সম্ভবত এটি আপকামিং নাথিং এর সাব ব্র্যান্ডের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটি হতে পারে

অডিও ডিভাইস প্রস্তুতকারী জনপ্রিয় সংস্থা Nothing সম্ভবত লঞ্চ করতে চলেছে তাদের সাব ব্যান্ড, যার নাম Particles by XO। নতুন এই সাব ব্র্যান্ড সম্পর্কে ৯১ মোবাইলস কে সম্প্রতি বেশ কিছু তথ্য জানিয়েছেন টিপস্টার কুবা ওজসিচুসকি। পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় বাজারে ইয়ারফোন এবং হেডফোন নির্মাতা হিসেবে ইতিমধ্যেই ‘পার্টিক্যালস বাই এক্সও’ এর নামে ব্র্যান্ডটিকে নথিভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, সাব ব্র্যান্ডটির একটি আপকামিং ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের রেন্ডার সামনে এসেছে।

Nothing এর সাব ব্র্যান্ড ‘Particles by XO’ আনছে নতুন ইয়ারফোন

এটি এখনো স্পষ্ট নয় যে নাথিং এর সাব ব্র্যান্ডের আপকামিং ইয়ারবাডটি ‘এক্সও’ না ‘পার্টিক্যালস বাই এক্সও’ নামে আসবে। তবে লিক হওয়া রেন্ডার থেকে জানা গেছে আপকামিং অডিও ডিভাইসটি অভিনব পিনাট শেপ ডিজাইনের হতে পারে। এমনকি ডিজাইনগত দিক থেকে এটি সনি লিঙ্কবাডের সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ হবে বলেও মনে করা হচ্ছে। আসন্ন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডটিতে ইন ইয়ার ডিজাইন এবং সিলিকনের ইয়ারটিপ থাকতে পারে। কিন্তু নাথিং ইয়ার (ওয়ান) ইয়ারফোনের মত এটি ট্রান্সপারেন্ট হবে না। তাছাড়া এর চার্জিং কেসটি সম্ভবত পাক শেপের সাথে আসছে।

এছাড়া জানা গেছে, আপকামিং ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনে থাকবে লো ল্যাটেন্সি হাই ডেফিনেশন অডিও কোডেক এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার। তবে ফিচার যাই থাকুক না কেন ডিজাইনগত দিক থেকে নাথিং সাব ব্র্যান্ডের আসন্ন ইয়ারফোন ফ্যাশন দুরস্ত ক্রেতাদের জন্য উপযুক্ত হবে বলেই মনে করা হচ্ছে। ঠিক যেমন গত অক্টোবর মাসে লিপস্টিক স্টাইলের সাথে এসেছে নাথিং ইয়ার স্টিক।

সম্প্রতি নাথিং কর্তা Carl Pei-helmed একটি টুইটে ঘোষণা করেছেন, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে সংস্থার নতুন একটি প্রোডাক্ট। সম্ভবত এটি আপকামিং নাথিং এর সাব ব্র্যান্ডের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটি হতে পারে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সামনে আসবে।

RELATED ARTICLES

Most Popular