নয়া বাজাজ পালসার NS400Z নাকি হিরো ম্যাভরিক 440, পয়সা উসুল বাইক কোনটা

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে Bajaj Pulsar NS400Z। পালসারের এই ফ্ল্যাগশিপ মডেলটি দীর্ঘদিন ধরে লঞ্চের প্রস্তুতি চালাচ্ছিল। বাজারে এই ৪০০ সিসি বাইকের অন্যতম প্রতিপক্ষ হিসেবে রয়েছে Hero Mavrick 440। এই দুই বাইকের মধ্যে কোনটি কিনবেন সেই নিয়ে বহু ক্রেতা দোটানায় পড়েছেন। মডেল দুটির মধ্যে কোনটি নেওয়া লাভজনক, তা জানার জন্য উৎসুক অনেকেই। যা এই প্রতিবেদনে তুলে ধরা হল।

Bajaj Pulsar NS400Z vs Hero Mavrick 440 : লুক

ডিজাইনের প্রসঙ্গে বললে, মোটরসাইকেল দুটি একে অপরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। Pulsar NS400Z একটি আগ্রাসী ডিজাইনের নেকেড স্ট্রিটফাইটার বাইক। এতে রয়েছে লাইটিং বোল্ট ডিআরএল সমেত নতুন এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প। অন্যদিকে, Hero Mavrick 440 ডিজাইনগত দিক থেকে একটি রোডস্টার বাইক। এতে বড় ফুয়েল ট্যাঙ্ক, একাধিক রেট্রো এলিমেন্ট, সিঙ্গেল পিস সিট এবং সার্কুলার হেডল্যাম্প দেখা যায়।

Bajaj Pulsar NS400Z vs Hero Mavrick 440 : ইঞ্জিন

Bajaj Pulsar NS400Z-এ দেওয়া হয়েছে Dominar 400 এর ৩৭৩ সিসি ইঞ্জিন, যা ৮,৮০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৩৫ এনএম টর্ক উৎপন্ন করবে। অন্যদিকে, Hero Mavrick 440 বাইকের এয়ার কুল পাওয়ারট্রেন থেকে ৬,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৭ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ৩৬ এনএম টর্ক পাওয়া যায়।

Bajaj Pulsar NS400Z vs Hero Mavrick 440 : হার্ডওয়্যার

Bajaj Pulsar NS400Z একটি পেরিমিটার ফ্রেমের ওপর ভিত্তি করে এসেছে। এতে রয়েছে ৪৩ মিমি আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। অন্যদিকে, Hero Mavrick 440 ট্রেলিস ফ্রেমের উপর ভিত্তি করে নির্মিত। এর সাথে উপস্থিত প্রথাগত ফ্রন্ট ফর্ক এবং রিয়ার শক অ্যাবজর্বার। উভয় মোটরসাইকেলের সামনে ও পেছনে ডিস্ক ব্রেক আছে।

Bajaj Pulsar NS400Z vs Hero Mavrick 440 : ফিচার্স

দুই মোটরসাইকেলে ফিচারের তালিকাটি প্রায় সমান। রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি লাইটিং এবং ডুয়েল চ্যানেল এবিএস। বাড়তি বৈশিষ্ট্য হিসেবে Bajaj Pulsar NS400Z-এ আছে ট্রাকশন কন্ট্রোল, রাইড বাই ওয়্যার, এবিএস মোড এবং রাইডিং মোড।

Bajaj Pulsar NS400Z vs Hero Mavrick 440 : দাম

Bajaj Pulsar NS400Z-এর দাম রাখা হয়েছে ১.৮৫ লাখ টাকা (এক্স-শোরুম)। এটি বাইকটির ইন্ট্রোডাক্টরি মূল্য। তাই কিছুদিন বাদে মূল্য বাড়ানো হবে। এদিকে Hero Mavrick 440 কিনতে খরচ পড়ে ১.৯৯ লাখ থেকে ২.২৪ লাখ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ দাম সহ অন্যান্য দিক বিচার করলে এই মুহূর্তে Pulsar NS400Z সেরা।