BYD Hybrid Car: 100 কিমি মাইলেজ 2.9 লিটার তেলেই! চলে এল নতুন ধরনের গাড়ি

হাইব্রিড গাড়ি মানেই চমৎকার মাইলেজ। ইঞ্জিনের সঙ্গে ব্যাটারির যুগলবন্দিতে চলে বলে এই প্রযুক্তির মডেলে ২৫ কিলোমিটার অব্দি মাইলেজ পাওয়া অসম্ভব ব্যাপার নয়। কিন্তু বিল্ড ইওর ড্রিমস বা বিওয়াইডি (BYD) এবারে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। তাদের নতুন প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির নতুন গাড়ি নাকি ২.৯ লিটার জ্বালানিতে ১০০ কিলোমিটার পথ পার করতে সক্ষম। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই কোম্পানির দাবি।

BYD কোম্পানির নতুন গাড়ি 2.9 লিটার তেলে 100 কিমি চলেছে

এই গাড়ির ফুয়েল ট্যাঙ্ক পুরো ভর্তি করলে ২,০০০ কিলোমিটার মাইলেজ দিতে পারবে বলে জানিয়েছে বিওয়াইডি। পেট্রোল ডিজেল গাড়ি তো দূর এই মাইলেজ ছোঁয়া কোন হাইব্রিড প্রযুক্তির গাড়ির ক্ষেত্রেও আকাশ কুসুম কল্পনা। স্বভাবতই লঞ্চের পর এই গাড়ি ক্রেতাদের তুমুল চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সম্প্রতি, শাংক্সি প্রদেশের রাজধানী সিয়াং-এ অনুষ্ঠিত এক ইভেন্টে বক্তৃতা রাখা কালীন এই হাইব্রিড প্রযুক্তির গাড়ির বৈশিষ্ট্যের কথা সর্বসমক্ষে তুলে ধরেন বিওয়াইডি’র চেয়ারম্যান ওয়াঙ্গ চুয়াংফু। ২০০৩ সালে কিনচুয়ান অটোমোবাইল কোম্পানি অধিগ্রহণ করার পর সিয়াং-এ প্রথম গাড়ি তৈরির কারখানা গড়ে তুলেছিল কোম্পানি।

বিওয়াইডি-র সর্বশেষ প্রজন্মের ফ্লাগ ইন হাইব্রিড টেকনোলজির গাড়িটি ৩.৮ লিটার পেট্রোলে ১০০ কিলোমিটার পথ চলতে পারত। অর্থাৎ এটি স্পষ্ট যে হাইব্রিড গাড়ি থেকে ধরাছোঁয়ার বাইরে মাইলেজ পাওয়া যায়। আবার পরিবেশ দূষণও কম হয়। বিওয়াইডি-র অন্যতম সেরা প্লাগ ইন হাইব্রিড প্রযুক্তির গাড়ি হতে চলেছে এটি। ভারতে কবে আসবে এখন সেটাই দেখার।