রাস্তায় রাখবে টেনশন ফ্রি, ভারতের সবচেয়ে সস্তা ও সেফ ADAS গাড়ি কোনগুলি জানেন

দিনকে দিন সুরক্ষিত গাড়ির গুরুত্ব ক্রেতাদের কাছে বেড়েই চলেছে। তাই যত দিন যাচ্ছে কোম্পানিগুলি সেফটির উপর বেশি জোর দিচ্ছে। গ্লোবাল এনক্যাপ (Global GNCAP) এবং ভারত এনক্যাপ (Bharat NCAP) থেকে হাই রেটিং পাওয়া মডেলের উপরই ক্রেতারা ভরসা রাখছেন। আবার গাড়ির সুরক্ষায় বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS)। আগে মূলত দামী গাড়িতে এই ফিচার দেখা যেত। তবে এখন কিছুটা সস্তা মূল্যের গাড়িতেও অ্যাডাস দেখা যাচ্ছে।

Mahindra XUV 3XO

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের Mahindra XUV 3XO। বর্তমানে এটি সবচেয়ে সস্তা ADAS বৈশিষ্ট্য যুক্ত গাড়ি। এতে অফার করা হয়েছে দ্বিতীয় পর্যায়ের অ্যাডাস, যা সেগমেন্ট ফার্স্ট। গাড়িটির AX5 L ভ্যারিয়েন্টে এই বৈশিষ্ট্য রয়েছে। দাম ১১.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)। এটি ১.২ লিটার টার্বো চার্জড পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন সমেত বেছে নেওয়া যায়।

Hyundai Venue

Hyundai Venue-তে উপস্থিত প্রথম পর্যায়ের ADAS ফিচার। গত বছর গাড়িটির আপডেট ভার্সন লঞ্চ হয়েছে। এই গাড়ি ১ লিটার টার্বো পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনে উপলব্ধ। টার্বো পেট্রোল মডেলের আউটপুট ১১৮ বিএইচপি এবং ১৫২ এনএম। এটি ৭-স্পিড ডুয়েল ক্লাচ অটোমেটিক এবং ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনে বেছে নেওয়া যায়। ডিজেল ইঞ্জিন থেকে পাওয়া যায় ১১৪ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক। দাম ১২.৪৪ লাখ থেকে ১৩.৩৪ লাখ টাকা (এক্স-শোরুম)।

Kia Sonet

Venue-এর মতো Kia Sonet -এও উপস্থিত প্রথম পর্যায়ের অ্যাডাস ফিচার। এর GTX Plus ও X Line ট্রিমে এই বৈশিষ্ট্য রয়েছে। কিনতে খরচ পড়ে ১৪.৫৫ লাখ টাকা (এক্স-শোরুম)। GTX Plus ও X Line উভয় ভ্যারিয়েন্ট ১.০ লিটার টার্বো পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনের সাথে বেছে নেওয়া যায়। সাথে উপলব্ধ ৭-স্পিড ভিসিটি অটোমেটিক এবং ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক।

Honda Elevate

গত বছর সেপ্টেম্বরে ভারতের মাঝারি আকারের এসইউভি গাড়ি বাজারে অ্যাডাস টেকনোলজি সমেত লঞ্চ হয়েছিল Honda Elevate। এর কেবলমাত্র ZX ভ্যারিয়েন্টে অ্যাডাস অফার করা হয়। এই গাড়ি ১.৫ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন সহ কেনা যায়। ১১৯ বিএইচপি এবং ১৪৫ এনএম টর্ক আউটপুটের মডেলটি ৬-স্পিড ম্যানুয়াল এবং সিভিটি অটোমেটিক গিয়ারবক্স সমেত বেছে নেওয়া যায়। বর্তমান মূল্য ১৫.৪১ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

MG Astor

ADAS প্রযুক্তি যুক্ত গাড়ির তালিকায় নাম তুলেছে MG Astor। এই কম্প্যাক্ট এসইউভি মডেল টপ স্পেক Savvy Pro ভ্যারিয়েন্টে সেফটি ফিচার হিসেবে অ্যাডাস বর্তমান। গাড়ির সাথে উপলব্ধ একটি ১.৫ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন। আবার এটি ১.৩৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনেও পাওয়া যায়। মডেল দুটির আউটপুট যথাক্রমে ১০৮ বিএইচপি এবং ১৪৪ এনএম ও ১৩৮ বিএইচপি এবং ২২০ এনএম। দাম ১৬.৭৮ লাখ থেকে ১৭.৯০ লাখ টাকা (এক্স-শোরুম)।