Hyundai: হুন্ডাইয়ের এই গাড়ির জন্য পাগল জনতা! সমস্ত বুকিং প্রায় একাই নিয়ে যাচ্ছে

জুন শুরু হতেই গত মাসে বিক্রির পরিসংখ্যান সামনে আনল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়ি নির্মাতা হুন্ডাই (Hyundai)। মে’তে হ্যাচব্যাক, সেডান, এবং এসইউভি মিলিয়ে ৪৯,১৫১ ইউনিট গাড়ি বেচতে পেরেছে তারা। যা ২০২৩ সালের মে মাসের তুলনায় মাত্র ১.১৩ শতাংশ বেশি। হুন্ডাই আরও জানিয়েছে, তাদের জমে থাকা বুকিংয়ের অর্ধেকই ক্রেটা মডেলটির জন্য। ফলে গাড়িটির জনপ্রিয়তা সম্পর্কে স্পষ্টত আভাস পাওয়া যায়।

Hyundai-এর হাতে 65,000 বুকিং জমে

চাহিদা বৃদ্ধির মুহূর্তে ক্রেতাদের জন্য দুঃসংবাদ শুনিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা। আসলে বিক্রি বাড়লে গাড়ি কোম্পানিগুলির সবচেয়ে বড় প্রভাব পড়তে দেখা যায় চাহিদা জোগান দেওয়ার ক্ষেত্রে। উৎপাদন বাড়াতে না পারলে চড়চড়িয়ে বাড়তে থাকে ওয়েটিং পিরিয়ড। অর্থাৎ গাড়ি বুক করার পর ডেলিভারি পেতে মাসের পর মাস ক্রেতাদের অপেক্ষা করতে হয়। হুন্ডাইয়ের ক্ষেত্রেও বিষয়টি একই।

হুন্ডাই জানিয়েছে, বর্তমানে তাদের প্রায় ৬৫,০০০ বুকিং জমে রয়েছে। সংখ্যাটি নেহাত কম নয়। এর মধ্যে বেশিরভাগ মানুষ Creta রেঞ্জের গাড়ির প্রতি আগ্রহ দেখিয়েছেন। বর্তমানে এটি তাদের বেস্ট সেলিং গাড়ি। যার মধ্যে Creta N Line-এর ওয়েটিং পিরিয়ড সবচেয়ে বেশি। এই প্রসঙ্গে হুন্ডাই মোটর ইন্ডিয়া’র সিওও তরুণ গর্গ বলেন, “আমদের Hyundai Creta N Line-এর চাহিদা সবচেয়ে বেশি। বর্তমানে এর ওয়েটিং পিরিয়ড সবচেয়ে বেশি, যা প্রায় ১০ সপ্তাহ।”

গর্গ যোগ করেন, “আমরা Hyundai Creta N Line-এর জোগান বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এই গাড়ি বহু তরুণ প্রজন্মের ক্রেতাকে আকৃষ্ট করেছে। প্রতি বছর সমস্ত N-Line মডেলের ১৫,০০০ ইউনিট উৎপাদনের চিন্তা ভাবনা করছি আমরা।” প্রসঙ্গত, Hyundai Creta N Line গত মার্চে ভারতে ১৬.৮২ লক্ষ টাকায় (এক্স শোরুম) লঞ্চ হয়েছিল। গাড়িটির ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থেকে ১৫৮ বিএইচপি ক্ষমতা এবং ২৫৩ এনএম টর্ক পাওয়া যায়। গত মাসে ক্রেটার ১৪,৬৬২টি মডেল বিক্রি হয়েছে।