Best Automatic Car: গিয়ার ঠেলার ঝামেলা নেই, রইল সবচেয়ে সস্তায় সেরা অটোমেটিক গাড়ির সন্ধান

গাড়ি ইদানিং মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো ছাড়াও বর্তমান প্রজন্মের গাড়ি ব্যবহারকারীদের কাছে ‘কম্ফোর্ট’ একটি অন্যতম চাহিদা। যার মধ্যে অন্যতম অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন বা এএমটি (AMT)। এই হাই-এন্ড ফিচার আজকাল সাশ্রয়ী মূল্যের গাড়িতেও পাওয়া যাচ্ছে। ফলে বারবার গিয়ার বদলের ঝুটঝামেলা থাকছে না। চলুন দেখে নিই, ভারতের সবচেয়ে সস্তা অটোমেটিক গাড়ি কোনগুলি।

Maruti Suzuki Alto K10

সবচেয়ে সস্তা গাড়ি হিসেবে Maruti Suzuki Alto K10-এ রয়েছে এএমটি ট্রান্সমিশন। অটোমেটিক অপশন যুক্ত মডেলটির দাম শুরু ৫.৫৬ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। এক লিটার পেট্রোলে মডেলটি ২৪.৯০ কিলোমিটার মাইলেজ দেয়। সেফটি ফিচার্স হিসেবে এতে উপস্থিত স্ট্যান্ডার্ড ডুয়েল এয়ার ব্যাগ, ইবিডি সহ এবিএস, এবং রিভার্স পার্কিং সেন্সর।

Maruti Suzuki S-Presso

টল বয় হ্যাচব্যাক হিসেবে পরিচিত AMT গিয়ার যুক্ত Maruti Suzuki S-Presso কিনতে বর্তমানে খরচ পড়ে ৫.৭১ লাখ টাকা (এক্স-শোরুম)। ১ লিটার জ্বালানিতে এটি ২৫.৩০ কিলোমিটার পথ চলতে সক্ষম। সুরক্ষা জনিত বৈশিষ্ট্য হিসেবে ইবিডি সহ এবিএস, হিল হোল্ড অ্যাসিস্ট এবং ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল বর্তমান।

Maruti Suzuki Celerio

এএমটি ট্রান্সমিশন যুক্ত সবচেয়ে সস্তা গাড়ির তালিকার তৃতীয় স্থান দখল করেছে Maruti Suzuki Celerio। এই গাড়ির দাম ৬.৩৩ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এক লিটার পেট্রোলে ২৬ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে এতে রয়েছে কিলেস এন্ট্রি, পাওয়ার মিরর, রিভার্স পার্কিং ক্যামেরা, পুশ বাটন স্টার্ট/স্টপ, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, এবং অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে একটি ৭-ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম।

Renault Kwid

ক্লাচলেস এএমটি গাড়ির তালিকায় অন্যতম জনপ্রিয় মডেল হিসেবে উঠে এসেছে Renault Kwid-এর নাম। এই গাড়ির দাম ৬.৪১ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। ১ লিটার পেট্রোলে ২২.৩ কিলোমিটার মাইলেজ দেয়। গুরুত্বপূর্ণ ফিচার্স হিসাবে এতে আছে একটি ৮ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, হিল স্টার্ট অ্যাসিস্ট, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল এবং ফাস্ট ইউএসবি চার্জার।

Maruti Suzuki WagonR

Maruti Suzuki WagonR-এও এএমটি গিয়ারবক্স অফার করা হয়। এই গাড়ির বর্তমান মূল্য ৬.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। ১ লিটার পেট্রোলে এটি ২৫.১৯ কিলোমিটার পথ চলতে পারে। তাৎপর্যপূর্ণ ফিচার্স হিসেবে রয়েছে একটি ৭-ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, নেভিগেশন, চারটি স্পিকার, হিল স্টার্ট অ্যাসিস্ট, রিয়ার পার্কিং সেন্সর, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম এবং ডুয়েল এয়ারব্যাগ।