স্করপিও বা থার নয়, এই গাড়ির 2 লক্ষ মডেল বিক্রির নজির গড়ল Mahindra

লঞ্চের পর থেকেই বাজারে দাপিয়ে বেড়াচ্ছে মাহিন্দ্রার (Mahindra) তিন সারির সিট বিশিষ্ট এই এসইউভি (SUV)। কোন গাড়ির কথা বলা হচ্ছে আশা করি বুঝতে পারছেন। Mahindra XUV700 ছাড়া আর কি বা হতে পারে! সম্প্রতি এই গাড়ির বিক্রি ২ লক্ষ ইউনিট পার করার কথা ঘোষণা করেছে মাহিন্দ্রা। লঞ্চের তিন বছরের মধ্যে এই মাইলস্টোন গড়েছে গাড়িটি। এই অনাবিল আনন্দের মুহূর্ত চিরস্মরণীয় করে রাখতে গাড়িটির দুটি নতুন কালার অপশন লঞ্চ করেছে সংস্থা – ডিপ ফরেস্ট এবং বার্নট সিয়েনা।

লঞ্চ হওয়ার ২১ মাসের মধ্যেই মাহিন্দ্রার এই ফ্ল্যাগশিপ এসইউভি ১ লক্ষ ইউনিট বিক্রির মাইলফলক স্পর্শ করেছিল। আর ৩৩ মাসে ২ লক্ষ ইউনিট পার করে ফেলল। ভারতীয় অটোমোবাইল শিল্পে গাড়িটি নয়া নজির স্থাপন করল। উল্লেখ্য, ২০২১-এর আগস্টে ভারতের বাজারে পা রেখেছিল Mahindra XUV700।

Mahindra XUV700-এর বর্তমান মূল্য ১৩.৯৯ লক্ষ থেকে শুরু করে ২৬.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। বাজারে এর অন্যতম প্রতিপক্ষ হিসেবে দুটি গাড়ির নাম করা যায়। এগুলি হল Tata Safari ও MG Hector।

Mahindra XUV700 স্পেসিফিকেশন

দু’ধরনের ইঞ্জিন অপশনে উপলব্ধ Mahindra XUV700 – ২.০ লিটার পেট্রোল এবং ২.২ লিটার ডিজেল ইঞ্জিন। প্রথমটি থেকে সর্বোচ্চ ২০০ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। দ্বিতীয়টি আবার দু’ধরনের আউটপুট অপশনে বেছে নেওয়া যায়। একটি থেকে ১৫৫ বিএইচপি এবং অপরটি ১৮৫ বিএইচপি উৎপাদিত হয়। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক গিয়ার বক্স অপশনে উপলব্ধ। এছাড়া অপশনাল হিসেবে অল হুইল ড্রাইভ উপলব্ধ রয়েছে।

Mahindra XUV700-এ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে দ্বিতীয় পর্যায়ের অ্যাডাস প্রযুক্তি রয়েছে। এছাড়া উপস্থিত ডুয়েল ১০.৩ ইঞ্চি এইচডি সুপারস্ক্রিন। সুরক্ষার দিক থেকে ৫-স্টার রেটিং রয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, মেমোরি ORVM।