Maruti Suzuki আনল নতুন গাড়ি, মাত্র 4.99 লাখে হাজির Alto K10, Celerio, ও S-Presso Dream Edition

Maruti Suzuki ভারতে Alto K10, Celerio এবং S-Presso-এর Dream Edition লঞ্চ করল। কেবল জুন মাসেই কেনা যাবে এগুলি। দাম 4.99 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় ড্রিম এডিশনে রয়েছে অতিরিক্ত ফিচার্স। তবে কোম্পানি জানিয়েছে, কেবলমাত্র জুনেই গাড়িগুলি কেনা যাবে। দাম ৪.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।

আগ্রহী ক্রেতারা ড্রিম এডিশন মডেলগুলি মারুতি সুজুকির অথোরাইজ ডিলারশিপ থেকে বুক করতে পারবেন। মূলত ছোট গাড়ির বিক্রি বাড়াতেই কোম্পানির এই পদক্ষেপ। তাই লিমিটেড এডিশন মডেলের আগমন। চলুন Alto K10 Dream Edition, Celerio Dream Edition ও S-Presso Dream Edition সম্পর্কে জেনে নেওয়া যাক।

Alto K10 Dream Edition

Maruti Suzuki Alto K10 Dream Edition গাড়িটি VXi ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে এসেছে। বাড়তি ফিচার্স হিসেবে এতে দেওয়া হয়েছে রিভার্স পার্কিং ক্যামেরা এবং সিকিউরিটি সিস্টেম। এতে ব্যবহারকারী সুবিধা ও সুরক্ষা দুই পাবে।

Celerio Dream Edition

Maruti Suzuki Celerio LXi Dream Edition-এ দেওয়া হয়েছে একটি নতুন পায়োনিয়ার মাল্টিমিডিয়া স্টিরিও সিস্টেম, একজোড়া স্পিকার এবং একটি রিভার্স পার্কিং ক্যামেরা। ফলে ইউজার ফ্রেন্ডলি হয়ে ওঠার পাশাপাশি যাত্রীদের বিনোদনে কোন খামতি রাখবে না গাড়িটি।

S-Presso Dream Edition

Maruti Suzuki S-Presso Dream Edition মডেলটি স্ট্যান্ডার্ড ভার্সনের VXI+ ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে এসেছে। এতে রয়েছে একাধিক আপডেট। যেমন ব্ল্যাক হুইল আর্চ ক্ল্যাডিং, ব্ল্যাক এবং সিলভার বডি সাইড মোল্ডিং, সামনে, পাশে ও পেছনে স্কিড প্লেট। এছাড়া রয়েছে ফ্রন্ট গ্রিলে ক্রোম অ্যাক্সেন্ট, বুট লিড, রিভার্স পার্কিং ক্যামেরা, সিকিউরিটি সিস্টেম, একজোড়া স্পিকার, সিলভার হাইলাইট সহ ইন্টেরিয়র স্টাইলিং কিট এবং নম্বর প্লেট ফ্রেম।