Maruti Grand Vitara-র বুকিং 75,000 ছাড়াল, এই গাড়িতে মানুষের এত আগ্রহ কেন

পুজোর আগে গত সেপ্টেম্বর মাসে Grand Vitara লঞ্চ করেছিল মারুতি সুজুকি (Maruti Suzuki)। যদিও ১১ জুলাই থেকেই মাঝারি আকারের এসইউভি গাড়িটির বুকিং শুরু হয়েছিল। লঞ্চের…

পুজোর আগে গত সেপ্টেম্বর মাসে Grand Vitara লঞ্চ করেছিল মারুতি সুজুকি (Maruti Suzuki)। যদিও ১১ জুলাই থেকেই মাঝারি আকারের এসইউভি গাড়িটির বুকিং শুরু হয়েছিল। লঞ্চের আগেই বুকিংয়ের অঙ্ক ৫৭,০০০ পার করার কথা ঘোষণা করেছিল মারুতি। এবারে সংস্থাটি জানালো বর্তমানে Maruti Suzuki Grand Vitara-র বর্তমান বুকিং ৭৫,০০০ ছাড়িয়েছে। যার মধ্যে এখনও পর্যন্ত ১৩,০০০ মডেলের ডেলিভারি হয়েছে।

Grand Vitara এসইউভির বুকিংয়ের ৩৫ শতাংশ স্ট্রং হাইব্রিড মডেলের। যা থেকে সম্পূর্ণরূপে স্পষ্ট যে, দাম বেশি হলেও গাড়িটির স্ট্রং হাইব্রিড মডেলটির ক্ষেত্রেও চাহিদার কোনো খামতি নেই। বর্তমানে Grand Vitara-র ভ্যারিয়েন্ট অনুযায়ী ওয়েটিং পিরিয়ড ২ থেকে ৮ মাস পর্যন্ত বলে জানা গিয়েছে।

এসইউভি মডেলটির বেস এবং মিডস্পেক ভ্যারিয়েন্টের ওয়েটিং পিরিয়ড দুই থেকে চার মাস। আবার টপ-স্পেক স্ট্রং হাইব্রিড মডেলটির ক্ষেত্রে গ্রাহকদের ছয় থেকে আট মাস ধৈর্য ধরতে হবে। যদিও শহর বিশেষে অপেক্ষার মেয়াদ কমবেশি হবে। এই নিয়ে বিস্তারিত জানতে আপনার নিকটবর্তী ডিলারশিপের সাথে যোগাযোগ করার পরামর্শ রইল আমাদের তরফে।

স্পেসিফিকেশনের কথা বললে, মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা ১.৫ লিটার মাইল্ড হাইব্রিড ইঞ্জিন এবং ১.৫ লিটার স্ট্রং হাইব্রিড ইঞ্জিনের সাথে এসেছে। প্রথমটি ১০৩ পিএস শক্তি এবং ১৩৭ এনএম টর্ক উৎপন্ন করে। এক লিটার তেল পুড়িয়ে ২১.১১ কিমি চলতে পারবে। আর স্ট্রং হাইব্রিড ইঞ্জিন ২৭.৯৭ কিমি মাইলেজ দেবে বলে দাবি সংস্থার। ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্স অপশন থাকছে৷ তবে অল-হুইল ড্রাইভ কেবল ম্যানুয়াল ভার্সনে উপলব্ধ।

মাইল্ড হাইব্রিড ভার্সনের দাম ১০.৪৫ লক্ষ থেকে ১৬.৮৯ লক্ষ টাকার মধ্যে৷ যেখানে স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টের দাম ১৭.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৯.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। উল্লেখ্য, মাসে মাসে ২৭,০০০ টাকা খরচ করে সাবস্ক্রিপশনের মাধ্যমেও কেনা যাবে এই গাড়ি। Maruti Suzuki Grand Vitara নয়টি এক্সটেরিয়র কালার অপশনে উপলব্ধ। তার মধ্যে ছয়টি মোনোটন এবং তিনটি ডুয়াল টোন।