Maruti Invicto: অপক্ষার অবসান ঘটিয়ে আজ মারুতি সুজুকির সবথেকে প্রিমিয়াম গাড়ির লঞ্চ, কেমন দাম হবে

এযাবৎকাল পর্যন্ত তাদের সবচেয়ে বড় এবং আধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন গাড়ি Invicto আজই ভারতে লঞ্চ করতে চলেছে মারুতি সুজুকি। বিগত কয়েক বছর আগে জাপানের আরও এক নামকরা গাড়ি নির্মাণকারী সংস্থা Toyota এর সাথে হাত মিলিয়ে Baleno, Grand Vitara ইত্যাদির মত একাধিক নতুন মডেল তৈরি করেছে মারুতি। সেই একইভাবেই Toyota Innova Hycross-কে অণুসরন করে বানানো হয়েছে মারুতির এই নতুন মাল্টিপারপাস ভেইকেল (MPV)।

Maruti Suzuki Invicto আগামীকাল লঞ্চ হচ্ছে

বেশ কয়েক মাস ধরেই এই নতুন গাড়িটি লঞ্চ হওয়ার ব্যাপারে নানা রকম গুঞ্জন প্রকাশ্যে এসেছিল। গত সপ্তাহেই মারুতির পক্ষ থেকে গাড়িটির বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য ফাঁস করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্যানোরামিক সানরুফ, রিয়ার সানসেড, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, পাওয়ার সিট, ৩৬০ ডিগ্রি পার্কিং ক্যামেরা, ইত্যাদি। গত মাসের ১৯ তারিখ থেকে Invicto এর অগ্রিম বুকিং নেওয়া শুরু করে দিয়েছে এই ইন্দো-জাপানি গাড়ি নির্মাতা।

Maruti Suzuki Invicto: আনুমানিক মূল্য

টয়োটার নিজস্ব তৈরি TNGA-C প্ল্যাটফর্মের উপর বানানো হয়েছে এই নতুন গাড়িটি। Maruti Invicto গাড়িটি সাত সিট এবং আট সিট এই দুই ধরনের কনফিগারেশনে কিনতে পাওয়া যাবে। গতমাসেই মারুতি অফিসিয়াল ওয়েবসাইটে গাড়িটির প্রথম ঝলক দেখতে পাওয়া গিয়েছিল। সেই থেকে শুরু করে ইন্টারনেটের দুনিয়ায় এর বিভিন্ন ছবি ও ভিডিও ফাঁস হতে দেখা গিয়েছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্যসূত্র অনুযায়ী মারুতি সুজুকি Invicto এর দাম হবে ২০ লাখ টাকার উপরে যা মারুতের ইতিহাসে সর্বাধিক।

Maruti Suzuki Invicto: ইঞ্জিন স্পেসিফিকেশন

এছাড়াও মারুতি সুজুকির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই নতুন মাল্টিপারপাস ভেহিকেলে থাকবে টয়োটা ইনোভা হাইক্রসের ২.০ লিটারের স্ট্রং হাইব্রিড ইঞ্জিন। e-CVT ট্রান্সমিশন যুক্ত এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১৮৩ এইচপি শক্তি উৎপন্ন করতে সক্ষম। হাইব্রিড প্রযুক্তি থাকায় এর মাইলেজ তুলনামূলকভাবে বেশিই থাকবে। এছাড়াও এই গাড়িটিতে আরো একটি ২.০ লিটারের পেট্রোল ইঞ্জিনের অপশন থাকার সম্ভাবনা রয়েছে। পেট্রোল চালিত ইঞ্জিনটি থেকে উৎপাদিত শক্তি ১৭৩ এইচপি। এমনকি এই গাড়িটি মারুতির প্রথম গাড়ি যেখানে কেবলমাত্র অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম উপলব্ধ রয়েছে।