Electric Car: তেল খায় না, এক চার্জে 230 কিমি মাইলেজ দেয়, দেশেই রয়েছে সবচেয়ে সস্তা EV

ইলেকট্রিক গাড়ি মানেই হাতের নাগালের বাইরের মূল্য, আজও বহু মানুষ এমন ধারণায় বিশ্বাস করেন। তবে সেই তুলনায় কম বাজেটে কেনা যায়, এমন বেশ কিছু বৈদ্যুতিক গাড়ি ইতিমধ্যেই বাজারে এসেছে। যে তালিকায় রয়েছে Tata Tiago EV, Tata Tigor EV, Tata Punch EV, Tata Nexon EV, Mahindra XUV400, Citroen eC3 ও MG ZS EV। এগুলির দাম মোটামুটি ১০-১৫ লাখ টাকা থেকে শুরু। কিন্তু এদের থেকেও সস্তা একটি ইলেকট্রিক গাড়ি ভারতে বিক্রি হয়, যার নাম MG Comet EV।

MG Comet EV ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি

বর্তমানে MG Comet EV-র দাম ৬.৯৯ লাখ থেকে শুরু করে ৯.৫৩ লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, ২০২৪-এর জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে গাড়িটির ৪,৪৯৩ ইউনিট বিক্রি করেছে সংস্থা। আর গত মাসে কমেট ইভির ১,২০০টি মডেল বিক্রি হয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে, MG Comet EV-তে রয়েছে পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর। যার সর্বোচ্চ আউটপুট ৪২ পিএস এবং ১১০ এনএম। শক্তির উৎস হিসাবে উপস্থিত ১৭.৩ কিলোওয়াট আওয়ার ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি। IP67 রেটিং প্রাপ্ত হওয়ায় এটি ধুলোবালি ও জল প্রতিরোধ করতে সক্ষম। ৩.৩ কিলোওয়াট চার্জার দ্বারা ৭ ঘন্টায় এই ব্যাটারি ০-১০০% চার্জ হয়ে যায়। যেখানে ৭.৪ কিলোওয়াট চার্জারে সম্পূর্ণ চার্জ হতে ৩.৫ ঘন্টা সময় লাগে। কোম্পানির দাবি, ফুল চার্জে ২৩০ কিলোমিটার পথ চলতে সক্ষম।

MG Comet EV-তে গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে রয়েছে এলইডি হেড ল্যাম্প-টেল ল্যাম্প, সামনে ইলুমিনেটেড MG লোগো, সামনে ও পেছনে কানেক্টিং লাইট। এছাড়া কেবিনের ভেতরে রয়েছে লেদার মোড়ানো স্টিয়ারিং হুইল, ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে। টু-স্পোক মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল সহ এই গাড়িতে রয়েছে i-Smart টেকনোলজি, যা ৫৫-র বেশি ফিচার্স অফার করে।