Yamaha এর 150 সিসি বাইক বড় মেকওভার-সহ লঞ্চ হল, আছে দুর্দান্ত প্রোজেক্টর হেডল্যাম্প

স্বনামধন্য জাপানি টু-হুইলার বহুজাতিক ব্র্যান্ড ইয়ামাহা (Yamaha) ব্রাজিলে লঞ্চ করল তাদের জনপ্রিয় স্ট্রিটফাইটার বাইক FZ 15-এর ফেসলিফ্ট ভার্সন (২০২৩)। সেদেশে বাইকটির দাম রাখা হয়েছে ১৬,৯৯০ ব্রাজিলিয়ান রিয়েল। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২.৬৮ লক্ষ টাকা। উল্লেখ্য, ভারতে এই মোটরসাইকেলটি FZ S FI নামে বিক্রি করে সংস্থা। যার স্ট্যান্ডার্ড মডেলটির দাম ১,৪৩,১৫৯ টাকা (এক্স-শোরুম)। 2023 Yamaha FZ 15 ফেসলিফ্ট ভার্সনটি খুব শীঘ্রই এদেশে হাজির করা হবে‌ বলে মনে করা হচ্ছে।

আপডেট বলতে, Yamaha FZ 15 ফেসলিফ্টে দেওয়া হয়েছে একটি নতুন প্রোজেক্টর হেডলাইট। যা FZ25-এও দেখা মেলে। ফ্রন্ট ভাইজারটি নতুন। এছাড়া বাদবাকি ফিচারে কোনো আপডেট নজরে পড়েনি। এমনকি আরভিএম এবং ইন্ডিকেটরটিও কোন আপডেট পায়নি। তবে কারিগরি কিছু পরিবর্তন ঘটানো হয়েছে।

হার্ডওয়্যারের আপডেট প্রসঙ্গে বললে নতুন হেডলাইট থাকার জন্য 2023 FZ 15-এর সামগ্রিক দৈর্ঘ্য আগের চাইতে ১০ মিমি বেড়েছে। এটি প্রিমিয়াম পেরেলি ডিয়াব্লো রোসো ২ টায়ার সহ এসেছে। আবার আগের মডেলের চাইতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ৫ মিমি বেড়েছে। অন্য দিকে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ১৩ লিটার থেকে কমিয়ে ১১.৯ লিটার করা হয়েছে। তবে আগের মতো এটি ১৪৯ সিসি ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিনে ছুটবে। আউটপুটে কোনো পরিবর্তন নেই।

উল্লেখযোগ্য বিষয় হল, বাইকটি ফ্লেক্স ফুয়েল (Flex Fuel) ইঞ্জিনে হাজির হয়েছে। সে কারণে পেট্রোল এবং ইথানল উভয় জ্বালানিতেই চলতে সক্ষম। পেট্রোল মডেল আউটপুট ১২.২ এইচপি এবং ১২.৭ এনএম টর্ক। আগের মডেলে ১৩.৩ এনএম টর্ক মিলতো‌। নতুন টেললাইট দেওয়া হলেও, ক্লাস্টারটি পুরনো মডেলের মতোই আছে। তিনটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে 2023 Yamaha FZ 15 ফেসলিফ্ট – রেসিং ব্লু, মিডনাইট ব্ল্যাক এবং ম্যাগমা রেড। স্টাইলে পরিবর্তন আনতে এতে নতুন গ্রাফিক্স যোগ করা হয়েছে। ভারতে লঞ্চ হলে বাইকটি প্রিমিয়াম প্রোজেক্টর হেডলাইট সহ আসবে বলেই অনুমান করা হচ্ছে। তবে পেরেলি টায়ার নাও থাকতে পারে।