HomeAutomobileইলেকট্রিক স্কুটারের ভরপুর চাহিদা, নতুন শোরুম খুলে ফেলল Ather Energy

ইলেকট্রিক স্কুটারের ভরপুর চাহিদা, নতুন শোরুম খুলে ফেলল Ather Energy

বর্তমানে ভারতের চতুর্থ বৃহত্তম বৈদ্যুতিক দু’চাকার গাড়ি সংস্থা এথার এনার্জি (Ather Energy) পূর্ণ উদ্যম এগিয়ে চলেছে। তামিলনাড়ুর হোসুরে নতুন কারখানার সদ্য উদ্বোধন করেছে, কিন্তু তারপরও সংস্থার তরফে একের পর এক নতুন ঘোষণা এসেই চলেছে। আগামী অর্থবর্ষে নতুন ইলেকট্রিক বাইক লঞ্চের পরিকল্পনা থেকে শুরু করে ফের একটি নতুন কারখানা গড়ার জন্য জমির খোঁজ – এককথায় দেশের বৃহত্তম সংস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়ায় কোনোরকম খামটি রাখতে নারাজ তারা। এবারে সংস্থাটি বিহারে তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার বা শোরুম উদ্বোধনের কথা জানালো।

পাটনার রুকানপুরাতে এই নতুন শোরুমের ফিতে কেটেছে এথার। কয়েক মাস আগে লঞ্চ হওয়া তৃতীয় প্রজন্মের Ather 450X ও 450 Plus ইলেকট্রিক স্কুটারগুলি এখান থেকে কেনা যাবে। এমনকি কেনার আগে এগুলি টেস্ট রাইড করে দেখার সুযোগ পাবেন ক্রেতারা। নতুন শোরুমটি অলংকার এনার্জির সাথে যৌথভাবে খুলেছে এথার।

নতুন শোরুম থেকে স্কুটারের খুঁটিনাটি সম্পর্কে ক্রেতাদের সম্যক ধারণা দেওয়া হবে। এই প্রসঙ্গে সংস্থার প্রধান ব্যবসায়িক আধিকারিক রবনীত ফোকেলা বলেন, “ক্রেতারা ইলেকট্রিক যানবাহনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। ফলে আগাম বুকিং এবং টেস্ট রাইডের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।”

প্রসঙ্গত, গত মাসে ভারতে মোট ৮,২৩১টি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে এথার। এটি ছিল এক মাসে সংস্থার এখনও পর্যন্ত সর্বাধিক বিক্রির সংখ্যা। যা ৮,০০০ পার করেছে। ২০২১-এর ওই সময়ের তুলনায় গত মাসে বিক্রির হার ১২২ শতাংশ বাড়তে দেখা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular