সহজে উচ্চারণের জন্য অক্ষর বাদ, সবার প্রিয় স্কুটার Honda Activa এখন নতুন পরিচয়ে

Avatar

Published on:

Honda drops 6G moniker from Activa

ভারতের বেস্ট-সেলিং স্কুটার Honda Activa 6G-এর জনপ্রিয়তার প্রসঙ্গে নতুন করে কিছু বলার নেই। বেশ কয়েক দশক ধরে স্কুটারটি অসংখ্য ক্রেতার নিত্যদিনের পথ চলার ভালোবাসার সঙ্গী হয়ে উঠেছে। কিন্তু এবারে আচমকাই নিঃশব্দে স্কুটারটির নাম বদলে দিল নির্মাতা হোন্ডা (Honda)। ভারতে সংস্থার ওয়েবসাইটে স্কুটারটির নাম থেকে ‘6G’ কথাটা বাদ দেওয়া হয়েছে। ফলে এখন Honda Activa নামেই পরিচিত হবে স্কুটারটির ১১০ সিসি ভার্সন।

Honda Activa 6G-এর নাম বদলে গেল

২০১৫-তে Honda Activa নামের সাথে ‘G’ সংযোজিত হয়েছিল। প্রথম Activa 3G নামে আনা হয় এটি। ১১০ সিসি স্কুটারটি এরপর 4G, 5G ও 6G নামে বাজারে হাজির করা হয়। তবে এবারে স্কুটারটির নামকরণ অধিক সহজতর করল জাপানি সংস্থাটি। এখন Activa 110 ও Activa 125 মডেল দুটি বিক্রি করে হোন্ডা। চলতি আর্থিকবর্ষের শেষের দিকে Activa স্কুটারটি ইলেকট্রিক ভার্সনে আসতে পারে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

অ্যাক্টিভার নতুন নামকরণে উদ্যোগী হতে দেখে মনে করা হচ্ছে, স্কুটারটিকে এবার নতুন ভাবে জায়গা দিতে চলেছে হোন্ডা। নামকরণ পরিবর্তনের ফলে স্কুটারটির দুই পাশের বডি প্যানেল থেকে 6G বাদ ছাড়া অন্য কিছু বদল ঘটানো হয়নি। সম্প্রতি অ্যাক্টিভা-কে H-Smart টেকনোলজি আপডেট সহ হাজির করা হয়েছিল। ফলে স্মার্ট ফাইন্ড, রিমোট লক/আনলক, ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ এবং কিলেস ইগনিশনের মত বৈশিষ্ট্যগুলি যুক্ত হয়েছে এতে।

শোনা যাচ্ছে, হোন্ডা ফের স্কুটারটিতে নতুন আপডেট দেওয়ার পরিকল্পনা করছে। যার মধ্যে ডিজিটাল কনসোল এবং ব্লুটুথ কানেক্টিভিটির দেখা মিলতে পারে। হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া-র প্রাক্তন সভাপতি এবং সিইও আতসুশি ওগাতা এর আগে নিশ্চিত করেছিলেন, Activa-র আপডেটেড ভার্সনে ‘7G’ ব্যবহার করা হবে না।

সঙ্গে থাকুন ➥