চোখ ফেরাতে ইচ্ছা করবে না, এক্কেবারে আলাদা ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির MV Agusta

Avatar

Updated on:

MV Agusta Ampelio Electric Scooter Concept Unveiled

শক্তিশালী স্ট্রিটফাইটার ও স্পোর্টস বাইক নির্মাণের জন্য ইতালির প্রিমিয়াম টু-হুইলার ব্র্যান্ড এমভি অগাস্টা (MV Agusta)-র বিশ্বজোড়া সুখ্যাতি। ফিউচারিস্টিক ডিজাইনের দিক থেকেও এগুলি প্রতিপক্ষদের যথেষ্ট কপালে ভাঁজ বাড়ায়। হালে সংস্থাটি কমিউটার সেগমেন্টে পরিবেশবান্ধব যানবাহনের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে। যার মধ্যে ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি বৈদ্যুতিক বাইকও রয়েছে। তবে এবারে এমভি অগাস্টা একটি নতুন ব্যাটারি চালিত স্কুটার আনার কথা ঘোষণা করল। কিমকো (Kymko)-র সাথে সহযোগিতা তৈরি হবে সেটি। যার নামকরণ করা হয়েছে – MV Ampelio।

MV Ampelio ডিজাইন

ই-স্কুটারটি ডিজাইনের দিক থেকে CGT Ovunque-এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এতে যেমন সংস্থার সাবেকি ঘরানা বর্তমান, তেমনই আধুনিকতার ছোঁয়াও রয়েছে। এমভি অ্যাম্পেলিও কনসেপ্ট মডেলে গত বছর EICMA প্রর্দশনীতে উন্মোচিত Kymko S7-কে বেস হিসাবে ব্যবহার করা হয়েছে।

MV Ampelio পাওয়ারট্রেন

এমভি অ্যাম্পেলিও-র নমুনা মডেলে দেওয়া হয়েছে একটি ৪.১ কিলোওয়াট আওয়ার ইলেকট্রিক মোটর। তবে স্কুটারটির চূড়ান্ত ভার্সনটিও এই একই মোটর সহ আসবে কিনা, তা এখনও নিশ্চিত করা হয়নি। এর দুটি ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ থাকলে ১৩৬ কিমি রেঞ্জ দেওয়ার দাবি করা হয়েছে। ব্যাটারি সমেত স্কুটারটির ওজন ১২১ কেজি।

এছাড়া স্কুটারটি কমপক্ষে দুটি রাইডিং মোড সহ হাজির হবে। ফিচারের তালিকায় দেখা মিলবে ইলেকট্রনিক স্টিয়ারিং লক, কিলেস ইগনিশন, এলইডি লাইট এবং এবিএস। অ্যাক্সেসরিজের মধ্যে লাগেজ সহ আরও কিছু বেছে নেওয়া যাবে। আশা করা হচ্ছে এর চূড়ান্ত মডেলটিতেও এই একই বৈশিষ্ট্যের দেখা মিলবে।

MV Ampelio প্রোডাকশন এবং লঞ্চ

স্কুটারটি উৎপাদন শুরু হওয়ার বিষয়ে কোনো অফিশিয়াল তথ্য পাওয়া যায়নি। এর দাম কত হবে, সে বিষয়েও কোনো ধারণা দেয়নি এমভি অগাস্টা। তবে আশা করা হচ্ছে লঞ্চের পর স্কুটারটি ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হবে।

সঙ্গে থাকুন ➥