Toll Tax Hike: নির্বাচন মিটতেই কর বাড়াল কেন্দ্র, আজ থেকে চালু অতিরিক্ত টোল ট্যাক্স

ভোট পর্ব মিটতেই জাতীয় সড়ক চলাচলের খরচ বাড়ালো কেন্দ্র। আজ সোমবার অর্থাৎ ৩ জুন থেকে এই বর্ধিত টোল ট্যাক্স কার্যকর করা হয়েছে বলে রাজ্য পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে। যানবাহন পিছু গড়ে ৫ শতাংশ পর্যন্ত ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচএআই।

দেশের সমস্ত জাতীয় সড়কের টোল ৫% পর্যন্ত বাড়ল

প্রায় আড়াই মাস ধরে চলেছে ২০২৪ লোকসভা নির্বাচন প্রক্রিয়া। আগামীকাল ফল প্রকাশ হতে চলেছে। ঠিক তার আগের দিন দেশের ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তের কথা শোনালো। চলতি বছর ১ এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু মার্চ মাসের তৃতীয় সপ্তাহে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ায় তা আর করা সম্ভব হয়ে ওঠেনি।

সিদ্ধান্ত হয়েছিল, লোকসভা নির্বাচন শেষ হওয়া মাত্রই জাতীয় সড়কের টোল বাড়ানো হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকে ভারতের সমস্ত জাতীয় সড়কের টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। তবে ভোট মিটতে না মিটতেই কেন এমন সিদ্ধান্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষের? উঠছে প্রশ্ন।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এটি প্রতি বছরের মতো টোলের পরিমাণ খতিয়ে দেখার প্রক্রিয়া। এটি হোলসেল প্রাইস ইনডেক্স (সিপিআই) বা পাইকারি মূল্যের সূচকের ভিত্তিক মুদ্রাস্ফীতির সাথে সংযুক্ত রয়েছে। প্রসঙ্গত, বর্তমানে সমস্ত জাতীয় সড়কে প্রায় ৮৫৫টি ফি প্লাজা রয়েছে। টোল ফি বৃদ্ধি হলে স্বাভাবিক নিয়মে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হতে পারে।