Tata, Mahindra-রা যা পারেনি, এই সংস্থা সেটাই করে দেখাবে, নভেম্বরে 500 রেঞ্জের বৈদ্যুতিক গাড়ি লঞ্চ

বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা প্রাভেগ (Pravaig) আগামী ২৫ নভেম্বর লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি গাড়ি‌। টিজার প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। অবগতির জন্য জানিয়ে রাখি,…

বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা প্রাভেগ (Pravaig) আগামী ২৫ নভেম্বর লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি গাড়ি‌। টিজার প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। অবগতির জন্য জানিয়ে রাখি, গত জুলাই মাসে Extinction বলে এক বৈদ্যুতিক সেডান গাড়ি জনসমক্ষে প্রদর্শন করেছিল তারা। এটি মূলত হাই-এন্ড ফ্লিপ অপারেটরদের জন্য আনা হয়েছিল। টিজার ভিডিয়ো দেখে অনুমান, আপকামিং ইলেকট্রিক এসইউভিটি উৎপাদনের জন্য প্রস্তুত।

Pravaig electric SUV-র ঝলক দেখে মনে হয়েছে, এটি দেখতে বেশ পরিপক্ক। শার্প এজের সাথে মিনিম্যালিস্টিক ডিজাইন নজরে পড়ছে‌। গাড়ির উপরে টুইন সানরুফ দেওয়া হয়েছে৷ টেল লাইটে লাল রঙের এলইডি স্ট্রিপ কানেক্টর লাইন হিসাবে কাজ করেছে। গাড়িটির স্পেসিফিকেশন হতে চলেছে চমকপ্রদ। যা কোনও ভারতীয় সংস্থার পক্ষে সর্বপ্রথম।

https://youtu.be/fKBsPVWZgJg

Pravaig এর দাবি তাদের ইলেকট্রিক এসইউভি এক চার্জে ৫০০ কিলোমিটার দৌড়তে পারবে। ঘন্টা প্রতি সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম হবে। গাড়ির ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ ফলে দ্রুত চার্জ দেওয়া যাবে। মাত্র তিরিশ মিনিটে ০-৮০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। ব্যাটারি প্যাক সম্পর্কে এখনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ হয়নি। তবে অনুমান সেটির ক্যাপাসিটি ৭০ বা ৮০ কিলোওয়াট হবে।

এছাড়া, Pravaig electric SUV মাত্র ৪.৩ সেকেন্ডে ঘন্টা প্রতি ০-১০০ কিলোমিটার স্পিড তুলতে পারবে বলে দাবি করা হয়েছে। সম্ভাব্য ফিচারগুলির কথা বললে, এতে ওয়্যারলেস কানেক্টিভিটি-সহ টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কানেক্টেড কার টেকনোলজি, ডিডিটাল ইন্সট্রুমেন্ট ডিসপ্লে, এয়াল ফিল্টার, এবং প্রিমিয়াম অডিও সিস্টেম থাকবে। এসইউভিটি ক্রাশ টেস্টে ফাইভ স্টার পাবে বলেই জোরগলার দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান।