এক চার্জেই 500 কিমি পার, বৈদ্যুতিক গাড়ির বাজার কাঁপাতে আসছে Tata-র এই তিন EV

ভারতে বৈদ্যুতিক গাড়ি ক্রমেই মানুষের আস্থা অর্জন করতে পারছে। যার ফলস্বরূপ সংশ্লিষ্ট সেগমেন্টে চাহিদাও বাড়ছে লাফিয়ে। এই সুযোগ হাতছাড়া করতে নারাজ এদেশে ব্যবসাকারী প্রায় প্রতিটি সংস্থাই। দেশের মধ্যে বৈদ্যুতিক যাত্রী গাড়ির বৃহত্তম কোম্পানি হওয়ার দরুণ টাটা মোটরস (Tata Motors)-ও যে এক্ষেত্রে পিছিয়ে থাকবে না, তা একপ্রকার আশা করা যায়। তাই ইতিমধ্যেই দেশীয় কোম্পানিটি আগামী পাঁচ বছরে দশটি ইলেকট্রিক ভেহিকেল লঞ্চের পরিকল্পনার কথা সর্বসমক্ষে পেশ করেছে। এই কর্মযজ্ঞের প্রথমদিককার মডেল হিসেবে বাজারে পা রাখতে চলেছে – Punch EV, Harrier EV ও Safari EV। এছাড়াও পরবর্তীতে তালিকায় নাম তুলতে চলেছে – Sierra EV, Curvv EV, Altroz EV, Avinya-এর উপর ভিত্তি করে আসা মডেল ইত্যাদি। এই প্রতিবেদনে বাজারে আসতে চলা টাটার গুরুত্বপূর্ণ তিন বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে বিস্তারিত রইল।

Tata Punch EV

টাটা এ বছর উৎসবের মরসুমে Punch-এর ইলেকট্রিক ভার্সন বাজারে আনতে পারে। বর্তমানে গাড়িটির টেস্টিং চলছে। Curvv কনসেপ্টের থেকে অনুপ্রেরণা নিয়ে ভেতরে এবং বাইরে পরিবর্তনের থাকতে পারে। ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে, এতে থাকছে নতুন টু-স্পোক স্টিয়ারিং হুইল যার কেন্দ্রে ইলুমিনেটেড লোগো অবস্থিত। এছাড়া থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, একটি রোটারী ড্রাইভ সিলেক্টর এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেক। গাড়িটি ফুল চার্জে ৩০০ কিলোমিটার রেঞ্জ অফার করতে পারে। Tiago EV-এর পাওয়ারট্রেন সহ আসতে পারে গাড়িটি।

Tata Harrier EV

Tata Harrier EV-এর কনসেপ্ট মডেলটি এ বছর অটো এক্সপো-তে প্রদর্শিত হয়েছিল। একইসাথে Tata Curvv ও Avinya EV-এর উপর থেকেও পর্দা সরানো হয়েছিল। Harrier EV-এর চূড়ান্ত মডেলটি সামনের বছর বাজারে আসতে পারে। এটি সংস্থার Gen 2 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। ইলেকট্রিক এসইউভি মডেলটি কনসেপ্ট ভার্সনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বলে আশা করা যায়। যেমন নতুন ব্ল্যাঙ্ক-অফ গ্রিল, এলইডি লাইট বার সমেত স্প্লিট হেডল্যাম্প, একটি টুইক বাম্পার, ফেন্ডারে ইভি ব্যাজ, ফ্লাশ ডোর হ্যান্ডেল, বৃহত্তর হুইল, পিছনের দরজা বরাবর বিস্তৃত নতুন এলইডি লাইটবার। ইলেকট্রিক হ্যারিয়ার-এ অটোনোমাস এবং মডার্ন প্রযুক্তি দেওয়া হতে পারে।

Tata Safari EV

Tata Safari-র ইলেকট্রিক ভার্সনে Harrier EV-র বৈশিষ্ট্য নজরে পড়তে পারে। গাড়িটি OmegaArch আর্কিটেকচারের (Sigma/Gen 2 প্ল্যাটফর্ম) উপর ভিত্তি করে আসবে। বাহির এবং অন্দরমহলে বৈদ্যুতিক মডেলের সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন লক্ষণীয় হবে। এতে ভেহিকেল-টু-লোড এবং ভেহিকেল-টু-ভেহিকেল চার্জিংয়ের সক্ষমতা উপলব্ধ থাকবে। Tata Safari EV একটি ৬০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ হাজির হতে পারে। ফুল চার্জে যা ৪০০ থেকে ৫০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। Harrier EV-এর পরেই এই গাড়িটিও বাজারে আসবে।