Tata Nexon: মাহিন্দ্রার মোকাবিলায় টাটার জনপ্রিয় গাড়িতে এবার প্যানোরামিক সানরুফ

ভারতের প্যাসেঞ্জার ভেহিকেলের বাজারে টাটা মোটরস (Tata Motors) ও মাহিন্দ্রা (Mahindra) একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। কে সেরা গাড়ি আনবে সেই নিয়ে দুই সংস্থার মধ্যে চলে তীব্র প্রতিযোগিতা। এবারও তেমনই এক মজার ঘটনা সামনে এলো। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Mahindra XUV 3XO কম্প্যাক্ট এসইউভি। প্যানোরামিক সানরুফ গাড়িটির অন্যতম আকর্ষণ। যা এই সেগমেন্টে বিশেষ দেখা যায় না। তাই মাহিন্দ্রার দেখাদেখি টাটাও এবার একই ফিচার্স সহ নতুন Nexon আনতে চলেছে। সম্প্রতি প্যানোরমিক সানরুফ সহ টাটা নেক্সনের রোড টেস্টিং করার ছবি সামনে এসে জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

Tata Nexon প্যানোরামিক সানরুফ সহ আসছে

Tata Nexon ফেসলিফ্টের কেবলমাত্র টপ ভ্যারিয়েন্টে প্যানোরামিক সানরুফ অফার করা হতে পারে। উল্লেখ্য, নেক্সনের নতুন মডেল লঞ্চ হয়েছে বেশি দিন হয়নি। কিন্তু বেস্ট সলিং গাড়ির তালিকায় ক্রমশ পিছনের সারিতে চলে যাচ্ছে এটি। তাই আপ-ডু-ডেট রেখে বিক্রি বাড়াতেই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। আবার প্যানোরামিক সানরুফ যুক্ত হলে XUV 3XO এর মোকাবিলা করাও সহজ হবে।

এদিকে হালফিলে ভারতীয়দের মধ্যে সানরুফ যুক্ত গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সে কারণে প্রায় প্রতিটি সংস্থা নিজেদের ৪-মিটারের কম দৈর্ঘ্যের এসইউভি’তে এই বৈশিষ্ট্য অফার করছে। প্রসঙ্গত, Tata Nexon-এর নতুন প্রজন্মের পেট্রোল মডেলের দাম ৮ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। যেখানে ডিজেল ভ্যারিয়েন্টের মূল্য ১০ লাখ টাকা (এক্স-শোরুম)। গাড়িটির নতুন এন্ট্রি লেভেল পেট্রোল ভ্যারিয়েন্ট Smart (O) আগেকার বেস ট্রিম Smart-এর তুলনায় ১৫,০০০ টাকা সস্তা হয়েছে।

উপরন্তু, টাটা মোটরস সম্প্রতি Nexon Smart + ও Smart + S ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা কমিয়েছে। এখন এই মডেল দুটি কিনতে খরচ পড়ে যথাক্রমে ৮.৯০ লক্ষ ও ৯.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে, ডিজেল ভ্যারিয়েন্ট Tata Nexon Smart + ও Smart + S আগের তুলনায় ১.১০ লক্ষ সস্তা হওয়ার ফলে এখন যথাক্রমে ১০ লক্ষ ও ১০.৬০ লক্ষ টাকায় (এক্স-শোরুম) কেনা যাবে।