Honda Activa 125 নাকি TVS Jupiter 125? দুই সেরা স্কুটারের মধ্যে কোনটা বেশি লাভজনক

শহরাঞ্চলের জনবহুল রাস্তায় প্রতিদিনের চলাফেরার জন্য স্কুটারের বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। আরামদায়ক চলার অনুভূতি সাথে ব্যবহারিক সুবিধা সবকিছুতেই এগিয়ে আজকের দিনের স্কুটারগুলি। তবে আপনি যদি পছন্দের স্কুটার থেকে আরও অতিরিক্ত বেশি কিছু আশা করে থাকেন তবে আপনার জন্য ১২৫ সিসির স্কুটারগুলি উপযুক্ত। এই মুহূর্তে এই সেগমেন্টে ভারতের অন্যতম জনপ্রিয় দুটি স্কুটার হল TVS Jupiter 125 এবং Honda Activa 125। আজকের প্রতিবেদনে এই দুইয়ের মধ্যে তুলনামূলক আলোচনা তুলে ধরা হলো।

Honda Activa 125 vs TVS Jupiter 125: লুকস

অ্যাক্টিভা এবং জুপিটার উভয় ক্ষেত্রেই এদের ১০৯ সিসির মডেলের সঙ্গে ১২৫ সিসির মডেলের ডিজাইনের তারতম্য রয়েছে। দুটি মডেলের কাঠামো অনেকটাই একই রকম হলেও পার্থক্য রয়েছে কিছু। আসলে জুপিটার ১২৫-এ অনেক বেশি ক্রোমের ব্যবহার করায় একে অ্যাক্টিভা ১২৫-র তুলনায় বেশ প্রিমিয়াম বলে মনে হয়।

Honda Activa 125 vs TVS Jupiter 125: স্পেসিফিকেশন

অ্যাক্টিভা ১২৫-কে চালিকাশক্তি যোগায় হোন্ডার বিশ্বস্ত ১২৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ৬৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৮.১৮ বিএইচপি শক্তি এবং ৫০০০ আরপিএম গতিতে ১০.৩ এনএম টর্ক উৎপাদিত হয় এতে। অন্যদিকে, জুপিটার ১২৫ স্কুটারটির অলিন্দে রয়েছে ১২৪.৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৬৫০০ আরপিএম গতিতে ৮.৪ বিএইচপি শক্তি এবং ৪৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১০.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।

Honda Activa 125 vs TVS Jupiter 125: ফিচার্স

হোন্ডা অ্যাক্টিভা ১২৫ মডেলটি আধুনিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সাইলেন্ট স্টার্ট, আইডেল স্টপ সিস্টেম, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রিয়েল টাইম মাইলেজ, অ্যাভারেজ মাইলেজ, ডিস্টেন্স টু এম্পটি, এলইডি হেডল্যাম্প এবং সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর লাগানো রয়েছে।

অন্যদিকে টিভিএস জুপিটার ১২৫-এ এলইডি হেডল্যাম্প, ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ৩৩ লিটারের বুট স্পেস, সাইড স্ট্যান্ড কাট অফ, ইউএসবি চার্জার, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, লো ফুয়েল ইন্ডিকেটর, অ্যাভারেজ ফুয়েল এফিশিয়েন্সি এবং ডিসটেন্স টু এম্পটি সমস্ত কিছুই দেওয়া রয়েছে।

Honda Activa 125 vs TVS Jupiter 125: দাম

হোন্ডা অ্যাক্টিভা ১২৫ এর বেস মডেলের এক্স শোরুম মূল্য ৭৭,০৬২ টাকা হলেও টপ ভার্সনের দাম পড়বে ৮৪,২৩৫ টাকা। সে দিক থেকে জুপিটার ১২৫ কিছুটা দামী। এর দাম ৮২,৮২৫ টাকা থেকে শুরু করে ৮৯,৬২৫ টাকা পর্যন্ত গিয়েছে।