Royal Enfield Classic বদলে গেল ববার বাইকে, কারুকার্য দেখলে প্রেমে পড়তেই হবে

ববার গোত্রের মোটরসাইকেলের আলাদাই সম্ভ্রম! যার মান দিনদিন বেড়েই চলেছে। এই জাতীয় মোটরসাইকেলে কেবল চালকের বসার ব্যবস্থা থাকলেও, বহু মানুষ ইদানিং হৃদয়ের পরিতুষ্টির জন্য এই মডেল বেছে নিচ্ছেন। তাই এক কথায় বলা যায়, বর্তমানে ববার বাইকের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ভারতের বাজারে এই গোত্রের বাইক হিসেবে উপলব্ধ রয়েছে Jawa 42। এছাড়া তাদের ফ্ল্যাগশিপ মডেল Jawa Perak-ও আছে। কিন্তু নতুন মডেল কেনার পরিবর্তে, বহু রাইডার তাদের অতি সাধের রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর বাইকটিকে ববার মডেলে কাস্টমাইজ করান। এবারেও ঠিক তেমনটাই ঘটলো।

Royal Enfield Classic 350-কে ববার বাইকে বদলানো হল

একটি Royal Enfield Classic 350-এর ভোল বদলে ববার বাইকের রূপ দেওয়া হয়েছে। এই অসাধ্য সাধন করেছে বিখ্যাত বাইক কাস্টমাইজেশন সংস্থা এইমর মোটরস (Eimor Motors)। অতি ধৈর্য্যের সাথে নিখুঁতভাবে ববার বাইকে পরিবর্তিত ক্লাসিক ৩৫০ মডেলটির নতুন নামকরণ করা হয়েছে আয়লা (Ayla)।

আয়লার খুঁটিনাটি

ববার বাইকটি ম্যাট ফিনিশ সহ ডার্ক মেটালিক সিলভার কালারে ফুটিয়ে তোলা হয়েছে। অধিক আকর্ষণীয় করে তুলতে এতে দেওয়া হয়েছে গোল্ডেন টাচ। ববার গোত্রের হওয়ার কারণে পেছনের সিটটি বাদ দেওয়া হয়েছে, এবং লম্বায় ৪ ইঞ্চি বাড়ানো হয়েছে। টায়ারকে ঢেকে রেখেছে ডাক-বিল্ড মাডগার্ড। আবার পেছনের দর্শনে যাতে কোন বাধা সৃষ্টি না হয়, সেজন্য নম্বর প্লেটের অবস্থান বদলে পাশে করা হয়েছে। রিয়ার টার্ন ইন্ডিকেটর দুটি শক অ্যাবসর্বারের সাথে সংযুক্ত।

হার্ডওয়্যার

আয়লার সামনে ও পেছনে রয়েছে যথাক্রমে ১৯ ইঞ্চি ও ১৫ ইঞ্চি হুইল। আবার উভয় টায়ারেই বদল আনা হয়েছে। যেগুলি আগের চাইতে আরও চওড়া। বাড়ানো হয়েছে ফ্রন্ট রেক। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কের জায়গায় দেওয়া হয়েছে আপসাইড ডাউন ফর্ক। আবার নতুন হেডলাইটটি ৫.৫ ইঞ্চির এলইডি ইউনিট। স্টক মডেলের অ্যানালগ স্পিডোমিটার পাল্টে, এতে একটি সিঙ্গেল পড ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে।