চোখধাঁধানো ডিজাইনের সঙ্গে অত্যাধুনিক ফিচার, স্কুটারের জগতে শোরগোল ফেলল Zontes

চীনের অন্যতম বড় দুই চাকা নির্মাণকারী সংস্থা জন্টিস (Zontes) সাম্প্রতিককালে তাদের অসাধারণ সমস্ত মোটরসাইকেল উপহার দিয়েছে এই বিশ্ববাসীকে। আর এবার ম্যাক্সি স্কুটারের জগতে তারা নিয়ে এলো ZT125-M। ১২৫ সিসির এই স্কুটারটি ভবিষ্যৎপন্থী ডিজাইনের সঙ্গে অত্যাধুনিক ফিচার নিয়ে এসেছে। এমনকি এই স্কুটারে রয়েছে লিকুইড কুলিং ইঞ্জিন। ভারতেও বিগত কয়েক মাসে বেশ কয়েকটি মোটরসাইকেল লঞ্চ করেছে এই সংস্থা। তাদের তৈরি এই নতুন ম্যাক্সি স্কুটারের ভারতের মাটিতে আগমনের সম্ভাবনা প্রবল।

Zontes ZT125-M: ডিজাইন

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত ZT125-M মডেলটিতে রয়েছে এক অভিনব ডিজাইনের সংজ্ঞা। ফিউচারিস্টিক ডিজাইন হিসেবে শার্প বডি প্যানেল দেখতে পাওয়া যায় এতে। উপরন্তু এলইডি ডিআরএল সহ এলইডি লাইটের ব্যবহার এর লুকসকে করে তুলেছে অনবদ্য। সামনের বৃহদাকার অংশে রয়েছে একটি বড় এডজাস্টেবল কালো রঙের উইন্ডশিল্ড।

এর পাশাপাশি সামঞ্জস্যপূর্ণভাবে কালো রংয়ের অ্যালয় হুইল এবং দুই চাকাতেই ডিস্ক ব্রেক বর্তমান। ম্যাক্সি স্কুটার হওয়া সত্ত্বেও এর সামনের অংশে চালকের পা রাখার মত পর্যাপ্ত জায়গা রয়েছে। এমনকি এর একটানা লম্বা সিট দুজন মানুষের বসার জন্য আদর্শ। সামনের অংশের ফুট বোর্ড যথেষ্ট চওড়া হওয়ায় এখানে প্রয়োজনীয় সামগ্রী বহন করা যেতে পারে।

Zontes ZT125-M: স্পেসিফিকেশন ও ফিচার

জন্টিসের এই স্কুটারের সবচেয়ে আকর্ষণীয় অংশ রল টিএফটি কালার ডিসপ্লে। এই স্ক্রিনে প্রয়োজনীয় তথ্য বিভিন্ন রকমের অ্যানিমেশনের মাধ্যমে প্রকাশ করা হয়।
তাছাড়াও স্কুটারটিতে চাবি ছাড়া স্টার্ট/স্টপ ফিচার, দুটি ইউএসবি চার্জিং পয়েন্ট এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম উপলব্ধ রয়েছে।

পারফরম্যান্সের কথা বললে, জন্টিস তার এই ZT125-M স্কুটারটিতে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার এবং উচ্চ কম্প্রেশন যুক্ত ইঞ্জিন ব্যবহার করেছে। যা থেকে ১৪.৬ পিএস শক্তি উৎপন্ন হবে। ক্ষমতার দিক থেকে যা ভারতে ১২৫ সিসির সবচেয়ে শক্তিশালী মোটরসাইকেল KTM 125 Duke-এর সাথে সমান। যা সত্যিই অবাক করার মতো!

তবে ZT125-M এর কার্ব ওজন অনেকটাই বেশি- ১৬৬ কেজি। উপরন্তু টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, ১২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং ১৪ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে এই স্কুটারে। ভারতের মাটিতে আদিশ্বর অটো গ্রুপের হাত ধরে পা রেখেছে জন্টিস। এছাড়াও Benelli এবং Keeway এর মতো সংস্থাও একইভাবে ব্যবসা করছে এদেশে। তাই জন্টিসের এই ZT125-M স্কুটারটি ভারতে আসার সম্ভাবনা রয়েছে ববে ধরে নেওয়া যেতে পারে। চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরেই হয়তো ভারতে অফিশিয়ালি লঞ্চ হতে পারে।