Mahindra-র গাড়ি নতুন মাইলফলক স্পর্শ করল, যুক্ত হল 2 লক্ষ নতুন গ্রাহক

Avatar

Updated on:

Mahindra Jeeto Sales Crosses 2 Lakh Units

পণ্য পরিবহণকারী মিমি ট্রাকের বাজারে মাহিন্দ্রা (Mahindra)-র মডেলগুলি যথেষ্ট জনপ্রিয়। এবার ভারতের স্মল কমার্শিয়াল ভেহিকেল বা এসসিভি (SCV) সেগমেন্টের অন্যতম সেরা মডেল Mahindra Jeeto-র বিক্রি ২ লক্ষ পেরোনোর মাইলস্টোন স্পর্শের কথা ঘোষণা করল সংস্থা। উল্লেখ্য, ২০১৫ সালে লঞ্চ হয়েছিল দুই দরজা বিশিষ্ট মিনি পিকআপ ট্রাকটি। অল্প কিছুদিনের মধ্যেই এটি মাহিন্দ্রার অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক ছোট গাড়ির দলে নাম লেখায়।

লাস্ট মাইল ডেলিভারিতে ব্যবহৃত Mahindra Jeeto পেট্রোল, ডিজেল এবং সিএনজি জ্বালানির মডেলে উপলব্ধ। আবার ৬ ফুট এবং ৭.৪ ফুট – এই দুই আকারের ডেক সহ বেছে নেওয়া যায় ট্রাকটি। সম্প্রতি সংস্থার লাইনআপে যুক্ত হয়েছে সিএনজি জ্বালানির নতুন Jeeto Plus CNG CharSau। এটি মাহিন্দ্রার জাহিদাবাদের কারখানায় তৈরি হয়েছে। ফুল ট্যাঙ্ক জ্বালানিতে ৪০০ কিমি পথ অতিক্রম করতে সক্ষম। এক কেজি সিএনজিতে ৩৫.১ কিমি মাইলেজ দেয় এবং লোড ক্যাপাসিটি ৬৫০ কেজি।

এদিকে সেপ্টেম্বরে Jeeto নিজের এখনও পর্যন্ত সর্বাধিক ১৭% মার্কেট শেয়ার অর্জন করতে সক্ষম হয়েছে। এই প্রসঙ্গে সংস্থার ব্যবসায়িক প্রধান অমিত সাগর বলেন, “Jeeto রেঞ্জের গাড়িগুলি সফলভাবে মাহিন্দ্রার প্রতিশ্রুতি বহাল রেখেছে। এবং দু’লক্ষের বেশি গ্রাহককে বেশি মাইলেজ, মুনাফা এবং সমৃদ্ধি অর্জনের বিষয়ে ব্র্যান্ডের প্রতিশ্রুতি প্রদান করে চলেছে।”

সাগর যোগ করেন, “আমরা চিহ্নিত করেছি যে পরিবহণ শিল্প ক্রমশই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। তাই আমরা আন্ত নগর এবং তার বাইরের গ্রাহকদের চাহিদা পূরণ করতে কাজ করে চলেছি। এসসিভি সেগমেন্টে দুই দশকের বেশি সময় ধরে মাহিন্দ্রা নেতৃত্ব প্রদান করে আসছে।” প্রসঙ্গত, দেশের মধ্যে অন্যতম বৃহত্তম মাহিন্দ্রার নেটওয়ার্ক Jeeto রেঞ্জের গাড়িগুলিকে পরিষেবা প্রদান করে আসছে, যাতে সেগুলি সহজে রক্ষণাবেক্ষণ করা যায়।

সঙ্গে থাকুন ➥