ভারতে প্রথমবার স্টাইলাস সহ ফোন আনছে Motorola, থাকবে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

মোটোরোলা তাদের প্রথম স্টাইলাসযুক্ত ফোন Motorola Edge 60 Stylus ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানিটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, এই অত্যাধুনিক ডিভাইসটি ১৫ এপ্রিল দুপুর ১২টায় এদেশে আসবে। ফোনটি ভারতে Flipkart থেকে কেনা যাবে। ইতোমধ্যেই ই-কমার্স সাইটটি এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে, যেখানে আসন্ন এই হ্যান্ডসেটের প্রধান ফিচারগুলো তুলে ধরা হয়েছে।

Motorola Edge 60 Stylus এর ভারতে দাম কত রাখা হতে পারে

মোটোরোলা এজ ৬০ স্টাইলাস কেবল একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, ফোনটির মূল্য রাখা হতে পারে ২২,৯৯৯ টাকা, যা মিড-রেঞ্জ ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প।

Motorola Edge 60 Stylus এর সম্ভাব্য স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৬০ স্টাইলাস ডিভাইসে ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফলে স্ক্রলিং, ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতা হবে অত্যন্ত স্মুথ। এর স্টাইলাস ব্যবহার করে নোট নেওয়া, স্কেচিং বা প্রেজেন্টেশন তৈরি করা যাবে আরও সহজে। এই ফোনে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফলে খুব কম সময়েই এটি চার্জ করা সম্ভব হবে। তাছাড়া, হ্যান্ডসেটটি IP68 রেটিং-যুক্ত, যা একে ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে।

ক্যামেরা বিভাগেও ফোনটি দারুণ হবে। এতে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দুর্দান্ত সেলফি ও ভিডিও কলের অভিজ্ঞতা দেবে।