HomeGamesGarena Free Fire Max গেমারদের জন্য এল 100 শতাংশ টপ আপ ইভেন্ট, পাবেন দ্বিগুন ডায়মন্ড

Garena Free Fire Max গেমারদের জন্য এল 100 শতাংশ টপ আপ ইভেন্ট, পাবেন দ্বিগুন ডায়মন্ড

ভারতের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স জাতীয় সুরক্ষার কারণে দেশে ব্যান করে বেশ কয়েকটি অ্যাপ। এর মধ্যে রয়েছে জনপ্রিয় গ্যারেনা ফ্রি ফায়ারও (Garena Free Fire)। তবে, গ্যারেনা ফ্রি ফায়ার বন্ধ হয়ে গেলেও ভারতে এখনও চালু রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স (Garena Free Fire Max)।

আর দীপাবলি উপলক্ষে Free Fire Max গেমে শুরু হয়েছে ১০০ শতাংশ বোনাস সহ টপ-আপ ইভেন্ট। আপনিও এই বোনাস টপ-আপ ইভেন্টে অংশগ্রহণ করে ডাবল ডায়মন্ড (Double Diamond) সহ আরো অনেক পুরস্কার জিতে নিতে পারেন। এই ইভেন্টটি ১১ নভেম্বর ২০২৩-এ শুরু হয়েছে গিয়েছে এবং এটি চলবে ১৭ নভেম্বর ২০২৩ পর্যন্ত। চলুন Free Fire Max বোনাস টপ-আপ ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Free Fire Max Top Up ইভেন্টে উপলব্ধ বোনাসগুলি হলো

  • ১০০টি ডায়মন্ড কিনলে আরো ১০০টি ডায়মন্ড পাওয়া যাবে একদম বিনামূল্যে।
  • ৩০০টি ডায়মন্ড কিনলে পাওয়া যাবে ২০০ টি ডায়মন্ড।
  • ৫০০ ডায়মন্ড কিনলে বিনামূল্যে ২০০ টি ডায়মন্ড পাওয়া যাবে।
  • বিনামূল্যে ৫০০ টি ডায়মন্ড পাওয়ার জন্য কিনতে হবে ১০০০ টি ডায়মন্ড।
  • আর বিনামূল্যে ১০০০ টি ডায়মন্ড পেতে গেলে কিনতে হবে ২০০০ টি ডায়মন্ড।

ফ্রি ফায়ার ম্যাক্স-এর টপ-আপ সেন্টার থেকে ডায়মন্ড কিনতে হলে দেখে নিন খরচের তালিকা

  • ১০০ টি ডায়মন্ড – ৮০ টাকা,
  • ৩১০ টি ডায়মন্ড – ২৪০ টাকা,
  • ৫২০ টি ডায়মন্ড – ৪০০ টাকা,
  • ১০৬০ টি ডায়মন্ড – ৮০০ টাকা,
  • ২১৮০ টি ডায়মন্ড – ১৬০০ টাকা এবং
  • ৫৬০০ টি ডায়মন্ড – ৪০০০ টাকা।

Free Fire Max গেমে ১০০ শতাংশ বোনাস টপ-আপ ইভেন্টে Double Diamond কিভাবে পাওয়া যাবে?

  • স্মার্টফোনে Free Fire Max গেমে লগইন করুন এবং টপ-আপ সেন্টার খুলুন।
  • নিজের পছন্দ মতো টপ-আপ নির্বাচন করুন। এবার ভারতীয় পদ্ধতিতে পেমেন্ট সম্পূর্ণ করে ডাবল ডায়মন্ড পাওয়ার যোগ্য হয়ে উঠুন।
  • খেলোয়াড়দের অবশ্যই ১০০ শতাংশ বোনাস টপ-আপ ইভেন্ট অ্যাক্সেস করতে হবে।
  • ডায়মন্ড পাবার জন্য ক্লেম বাটনে টাচ করতে হবে।
RELATED ARTICLES

আরও পড়ুন