HomeGamesGarena Free Fire Max Redeem Codes 3 October: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম...

Garena Free Fire Max Redeem Codes 3 October: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

আজ অর্থাৎ ৩ অক্টোবর গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন (Garena Free Fire Max Redeem Code 3 October)

Free Fire Max Redeem Code Today 3 October: গ্যারেনা ফ্রি ফায়ার-এর নতুন ভার্সন Garena Free Fire Max গেমটিতে রয়েছে উন্নত গ্রাফিক্স ও অ্যানিমেশনের ব্যবহার। ফলে খুব অল্পসময়ের মধ্যেই গেমারদের মন জয় করেছে নতুন এই গেমটি। শুধু গেমপ্লের দিক থেকেই এটি গ্যারেনা ফ্রি ফায়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ তা নয়, এখানেও প্রতিদিন রিলিজ করা হচ্ছে ফ্রি রিডিম কোড, যা ব্যবহার করে গেমাররা জিতে নিতে পারছেন স্কিন, ক্যারেক্টার, উইপন সহ বিভিন্ন ইনগেম আইটেম। তবে এর জন্য তাদের অতিরিক্ত কোনো পয়সা খরচ করতে হচ্ছে না। শুধুমাত্র ফ্রি ফায়ার ওয়েবসাইটে গিয়ে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলেই বিনামূল্যে ইনগেম আইটেম চলে আসছে তাদের মেলবক্সে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ফ্রি রিডিম কোডগুলি।

৩ অক্টোবরের গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড (Garena Free Fire Max Redeem Code 3 October)

FFBCAC836MAC

FFBCLY4LNC4B

WOJJAFV3TU5E

FFBCLLP5S98AW

4ST1ZTBE2RP9

WLSGJXS5KFYR

FFPLFMSJDKEL

FFTILM659NZB

ESX24ADSM4K

3IBBMSL7AK8G

FFPLNZUWMALS

YXY3EGTLHGJX

FFPLUED93XRT

FFBCJVGJJ6VP

XUW3FNK7AV8N

Garena Free Fire Max ফ্রি কোড কীভাবে রিডিম করবেন

ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করে রিওয়ার্ড জেতার জন্য আপনাকে প্রথমেই ঢুকতে হবে গ্যারেনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইটে (https://reward.ff.garena.com/en )।

এবার Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।

এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে এবং পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ‘কনফার্ম’ বাটনে ক্লিক করুন।

এরপর ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘ওকে’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।

এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।

RELATED ARTICLES

Most Popular