HomeSportKidderpore SC: জয় দিয়ে কলকাতা ফুটবল লিগের অভিযান শুরু করল খিদিরপুর স্পোর্টিং...

Kidderpore SC: জয় দিয়ে কলকাতা ফুটবল লিগের অভিযান শুরু করল খিদিরপুর স্পোর্টিং ক্লাব

জয় দিয়ে কলকাতা ফুটবল লিগ শুরু করল খিদিরপুর স্পোর্টিং ক্লাব। দলের হয়ে একমাত্র গোল করেছেন জ্যাকব ভ্যানলালহিমপুইয়া।

কলকাতা ফুটবল লিগের অভিযান জয় দিয়ে শুরু করল খিদিরপুর স্পোর্টিং ক্লাব (Kidderpore Sporting Club)। মেসার্স ক্লাবের বিরুদ্ধে আজ ১-০ গোলে জয়লাভ করে সুরজিৎ দাসের ছেলেরা। খিদিরপুর স্পোর্টিং ক্লাবের হয়ে গোল করেছেন জ্যাকব ভ্যানলালহিমপুইয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকে।দুটি দলই জয়ের জন্য ঝাঁপায়। তবে খিদিরপুরের ফুটবলারদের আজ বেশি সক্রিয় মনে হয়েছে। খেলা যত এগিয়েছে আদিত্য-শিবমরা তত আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে। যদিও প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়।

তবে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় জ্যাকবের গোলে এগিয়ে যায় খিদিরপুর। এরপর বিপক্ষের বক্সে একাধিক আক্রমণ তুলে এনেছে খিদিরপুরের ফুটবলাররা। কিন্তু গোলের সংখ্যা তারা বাড়াতে পারেননি। অন্যদিকে খিদিরপুরের জমাট বাঁধা ডিফেন্স ভেদ করে গোল শোধ করতে পারেনি মেসার্স ক্লাব।

স্বাভাবিক ভাবেই দলের জয়ে খুশি খিদিরপুরের কোচ সুরজিৎ দাস। যদিও তিনি গোলের সুযোগ নষ্ট নিয়ে কিছুটা হলেও ভাবিত। তবে কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচে তিন পয়েন্ট আসায় আপাতত সমস্ত ভাবনা দমিয়ে রাখতে চেয়েছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular