HomeGamesGarena Free Fire Redeem Code Today for 14 June 2023: ফ্রি ফায়ার...

Garena Free Fire Redeem Code Today for 14 June 2023: ফ্রি ফায়ার রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি বিনামূল্যে গেম খেলতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য উপযুক্ত জনপ্রিয় গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) গেমটি। কারণ এখানে প্রস্তুতকারী সংস্থাটি প্রতিদিন গেমারদের জন্য রিলিজ করে ১২ ডিজিটের Redeem Code, যা ব্যবহার করে তারা অর্জন করতে পারেন স্কিন, ক্যারেক্টার, উইপনের মতো বিভিন্ন মূল্যবান ইনগেম আইটেম। তাও সম্পূর্ণ বিনামূল্যে।সেক্ষেত্রে শুধু তাদের মনে রাখতে হবে, এই কোডগুলি ১২ থেকে ১৮ ঘণ্টার জন্য বৈধ। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই কোড ব্যবহার করে নিতে হবে। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ফ্রি রিডিম কোডগুলি।

Garena Free Fire Redeem Codes for 14 June 2023

আজ অর্থাৎ 14 June-র Garena Free Fire Redeem Codes হল- FTFHTY67JBXAY6R

  • F4E2DC34EBGRHYT
  • FCRXESCV34NHJU5
  • FTGYFBXNDJER5HT
  • FNGMVKIUYDHGB5
  • FN6TYHOIUHNBXUY
  • FTRF2DCV3BHRJUF
  • FG76TRFDSVBN3JK
  • F5I6JNGMKI7DYTG
  • F4BN6KY7IUH8BV6
  • FYTDRFVBN4MJKL6
  • FOYIH87FY6DTT5Q
  • FERD2CV34BTHJG
  • FFU7YVTFGY0JGJF

Free Fire Redeem Code Today 14.6.2023

আজকের গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড নীচে দেওয়া হল: FFFTYJHR67YA6QR

FD2CV3GBHE4RUFY

FHGBDNJR5TJGN8

FRUYH56NYMHNO0

F9IUJHNJKIAU6Q5

FRED2CV34BNTJHB

FI87UCYXTGFSVBE

FN4M5KTLYOHI8HN

FMALOQI8U712TD3

F4CRVTBGNBJUCYT

FDGFRB5K6YLKJMN

FLO9X87UY6A54EQ

FDC2VB34H5JTGHB

FJNYUGJGYUHJT6T

How to Redeem Garena Free Fire Redeem Codes

আজ অর্থাৎ ১৪ জুনের গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড থেকে পুরস্কার জেতার জন্য যান অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ ।

তারপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।

এরপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।

কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। তবে রিওয়ার্ড আসতে ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। আর গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।

RELATED ARTICLES

Most Popular