এক ক্লিকেই 4G সিম হবে 5G, এই মেসেজ পেলে ভুলেও ক্লিক করবেন না

সুদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে পঞ্চম প্রজন্মের দুরন্ত গতির নেটওয়ার্ক পরিষেবা 5G, যার জেরে আপামর ভারতবাসীর মনে এই মুহূর্তে খুশির সীমা নেই…

সুদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে পঞ্চম প্রজন্মের দুরন্ত গতির নেটওয়ার্ক পরিষেবা 5G, যার জেরে আপামর ভারতবাসীর মনে এই মুহূর্তে খুশির সীমা নেই বললেই চলে! ইতিমধ্যেই দেশের দুই শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Reliance Jio এবং Airtel ভারতের নির্বাচিত কিছু শহরের বাসিন্দাদের সম্পূর্ণ বিনামূল্যে 5G সার্ভিস ব্যবহার করার সুযোগ দিয়েছে। সেক্ষেত্রে দেশের অন্যান্য শহরের মানুষেরা কবে এই ‘রকেটের’ গতির নেটওয়ার্কের স্বাদ চেখে দেখার সুযোগ পাবেন, তার জন্য এখন তারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন; আর এই সুযোগটিকেই সুকৌশলে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভারী করতে হালফিলে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে হ্যাকাররা। সহজসরল মানুষদেরকে 5G সার্ভিস ব্যবহার করার প্রলোভন দেখিয়ে তারা এক নিমেষে সাফ করছে ইউজারদের ব্যাংক অ্যাকাউন্ট। তাই দেশের আপামর জনগণকে এই বিষয়ে সতর্ক করতে সম্প্রতি হায়দ্রাবাদ সাইবার পুলিশের তরফে এক বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

4G থেকে 5G-তে আপগ্রেড করার জন্য অজানা লিঙ্কে ক্লিক করে ফেললেই হবে সর্বনাশ!

পুলিশের তরফে জানানো হয়েছে যে, সম্পূর্ণ বিনামূল্যে ৫জি নেটওয়ার্ক ব্যবহারের প্রলোভন দেখিয়ে বর্তমানে ইউজারদের কাছে একটি লিঙ্ক পাঠাচ্ছে স্ক্যামাররা। বলা হচ্ছে যে, ৪জি থেকে ৫জি-তে আপগ্রেড করতে হলে ব্যবহারকারীদেরকে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হল, মেসেজটিকে এমনভাবে ইউজারদের কাছে সেন্ড করা হচ্ছে যাতে তারা প্রকৃতপক্ষেই মনে করছেন যে সেটি নিশ্চিতভাবে কোনো অফিসিয়াল মেসেজ। তাই বিন্দুমাত্র সন্দেহ না করে সেটিতে অবিলম্বে ক্লিক করে ফেলছেন উপভোক্তারা, আর সেখান থেকেই হচ্ছে যাবতীয় কেলেঙ্কারির সূত্রপাত।

হায়দ্রাবাদ পুলিশের কথায়, ম্যালিশিয়াস লিঙ্কটিতে ক্লিক করা মাত্রই ইউজারদের ফোন নম্বরের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে সাইবার অপরাধীরা। এরপর সেই তথ্যগুলিকে কাজে লাগিয়েই তারা ব্যবহারকারীদের ফোন নম্বর ব্লক করে সিম সোয়াপ করে নিচ্ছে। এর ফলে ইউজারদের পরিবর্তে ওই ফোন নম্বরটির সম্পূর্ণ অ্যাক্সেস চলে যাচ্ছে স্ক্যামারদের হাতে, যার ফলে দুর্বৃত্তরা এক চুটকিতেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। পুলিশের তরফে আরও জানা গিয়েছে যে, ইতিমধ্যেই উক্ত বিষয়টিকে কেন্দ্র করে ব্যবহারকারীদের কাছ থেকে ভুরিভুরি অভিযোগ পাওয়া গেছে। বহু মানুষই থানায় অভিযোগ করেছেন যে, অজানা লিঙ্কে ক্লিক করা মাত্রই তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই বিষয়টি সম্পর্কে সকল ইউজারদের সতর্ক থাকা একান্ত আবশ্যক।

ভুলেও কোনো অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না

অনলাইন জালিয়াতির হাত থেকে দেশের আপামর জনগণের সুরক্ষার স্বার্থে সাইবার সেলের পক্ষ থেকে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে যে, 4G থেকে 5G-তে আপগ্রেড করার জন্য কোনো অজানা লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। প্রসঙ্গত উল্লেখ্য যে, হালফিলে Jio এবং Airtel তাদের 5G সার্ভিস চালু করার সময় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ব্যবহারকারীদের হাতে 5G স্মার্টফোন থাকলে তারা নিজেদের 4G সিমেই বিদ্যমান রিচার্জ প্ল্যান মারফত কোম্পানির 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই 4G থেকে 5G-তে আপগ্রেড করার জন্য ইউজারদের আলাদা করে কিছু করার কোনো প্রয়োজন নেই। তাই এই ধরনের কাজ যদি কেউ কখনো করতে বলে, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে সেটি সাইবার জালিয়াতির কোনো-একটি ভয়ঙ্কর ফাঁদ। আর 4G থেকে 5G-তে সিম আপগ্রেড করার প্রসঙ্গে ইউজারদের যদি একান্তই বিশদে কিছু জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তাদেরকে নিজস্ব টেলিকম অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে।