Image Text Translate: ছবি থেকে টেক্সট বা এক ভাষা থেকে অন্য ভাষায় কীভাবে অনুবাদ করবেন

Avatar

Published on:

How to Translate Image text on your Android Phone using Google Lens

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন এমন অনেক কাজই করতে পারে, যার ব্যাপারে ব্যবহারকারীরা মোটেও অবগত নন। নিত্যনব ওএস (OS) আপডেট প্রকাশ্যে আসার ফলে প্রায় সমস্ত স্মার্টফোনই বর্তমানে একাধিক অভিনব ও কার্যকরি ফিচারে ঠাসা। এমনই এক দুর্দান্ত ফিচার হল, Google Lens অ্যাপ্লিকেশনের মারফত এক ভাষা থেকে অপর যে কোনও ভাষায় টেক্সট (Text) অনুবাদের স্বাধীনতা। সঠিক পদক্ষেপ জেনে নিলে, অতি সহজেই ব্যবহারকারীরা Google Lens -এর এহেন ট্রান্সলেশন ফিচার ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন। উৎসাহী পাঠকদের জন্য নীচে সেই কথাই বিস্তারিত জানানো হল।

অ্যান্ড্রয়েড ফোনে ‘Google Lens’ মারফত টেক্সট Translate করুন এভাবে

গুগল লেন্স অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে টেক্সট অনুবাদের একাধিক পদ্ধতি রয়েছে। তবে এক্ষেত্রে আমরা সবচেয়ে সহজ পন্থার কথাই আলোচনা করবো।

১। এজন্য সবার আগে নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘Google Lens’ অ্যাপ ওপেন করুন।

২। এরপর সার্চ বারের ডানদিকে উপস্থিত ‘Camera’ বাটনে ক্লিক করতে হবে।

৩। এবার গুগল লেন্সের এআই (AI) অ্যাপ ওপেন হলে Text বিকল্পের বামদিক মজুত ‘Translate’ অপশন বেছে নিন।

৪। এরপর সামনে উপস্থিত যে কোন ইমেজ বা অন্য কিছু থেকে টেক্সট অনুবাদের জন্য উক্ত ইমেজ বা অবজেক্টের দিকে ক্যামেরা নিক্ষেপ করুন। এর ফলে সেকেন্ডেরও কম সময়ে সেই টেক্সট ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ভাষায় অনূদিত হবে।

৫। এছাড়া স্মার্টফোনে সেভ থাকা ডকুমেন্ট থেকে টেক্সট অনুবাদ করতে হলে, ক্যামেরা শাটারের বামদিক থেকে ‘Gallery’ অপশন সিলেক্ট করতে হবে। এরপর অনুবাদযোগ্য টেক্সট সমন্বিত ছবিটি, গুগল লেন্স অ্যাপে ওপেন করলেই ইউজারেরা নিজের নিজের পছন্দের ভাষায় তা পড়তে সমর্থ হবেন।

৬। মনে রাখতে হবে, টেক্সটের ভাষা যদি ইংরেজি ছাড়া অন্য কিছু হয়, তবে সেই ভাষা থেকেও উৎসাহীরা নিজেদের প্রিয় ভাষায় সেই টেক্সট অনুবাদ করতে সমর্থ হবেন। সেক্ষেত্রে সেকেন্ডেরও কম সময়ে গুগল লেন্স ইউজারের সামনে টেক্সটের অনুবাদ নিয়ে হাজির হবে।

সঙ্গে থাকুন ➥