Phone Hang: পুরনো ফোন স্লো হয়ে গেছে? এই পরিবর্তনগুলি আনলে iPhone এর মতো দ্রুত হয়ে যাবে

Avatar

Published on:

how to fix a slow android phone

স্মার্টফোন পুরানো হয়ে গেলে তা হ্যাং (Smartphone Hang) হতে শুরু করে। এর পিছনে অনেক কারণ রয়েছে। পুরানো সফটওয়্যার, স্টোরেজের কমতি প্রভৃতি ফোন কে স্লো করে দেয়। তবে আজ আমরা এই প্রতিবেদনে এমন কিছু উপায় বলবো, যেগুলি অনুসরণ করলে পুরানো স্মার্টফোন সুপার ফাস্ট হয়ে যাবে। আসুন স্লো ফোন কে দ্রুত করার উপায় জেনে নেওয়া যাক।

স্টোরেজ (Storage)

স্মার্টফোন হ্যাং হওয়ার পিছনে স্টোরেজ প্রধান কারণ হতে পারে। স্টোরেজ ফুল হয়ে গেলে ফোন স্লো হয়ে যায়। তাই আপনি যদি ফোন হ্যাং হওয়ার সমস্যায় পড়েন, তাহলে প্রথমেই স্টোরেজ চেক করে নিন এবং স্টোরেজ কম থাকলে কিছু ফাইল ডিলিট করুন।

র‌্যাম (RAM)

র‌্যাম অনুযায়ী ফোন ব্যবহার করা উচিত। অনেক সময় দেখা যায়, র‌্যাম কম থাকার পরও স্মার্টফোনে উচ্চ গ্রাফিক্সের গেম খেলা হয়। স্বাভাবিক ভাবে স্মার্টফোনটি হ্যাং হবে। তাই চাপ কমাতে এই ধরনের গেম বা অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

অতিরিক্ত চার্জের কারণে ফোন হ্যাং হতে পারে

অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে ফোন স্লো হয়ে যেতে পারে। কখনো কখনো আবার ডেডও হয়ে যেতে পারে। অতিরিক্ত চার্জের কারণে ফোনের মাদার বোর্ডের উপর প্রভাব পড়ে সমস্যা দেখা দেয়। যদিও এখনকার দিনের ফোনগুলি যথেষ্ট অ্যাডভ্যান্স, তাই এটি উপরের দুটি কারণের মতো গুরুত্বপূর্ণ নয়।

সঙ্গে থাকুন ➥