23 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, Apple MacBook Air M1 কেনার সুবর্ণ সুযোগ

Avatar

Published on:

Apple MacBook Air M1 Price Cut

২০২০ সালে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছিল Apple MacBook Air M1। তৎকালীন সময়ে এই ল্যাপটপকে পূর্ববর্তী MacBook Air মডেলের তুলনায় অনেক বেশি দামে অর্থাৎ ৯২,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছিল। যদিও পরবর্তী সময়ে কম্পোনেন্টের মূল্যবৃদ্ধির কারণে ডিভাইসটির দাম বাড়িয়ে ৯৯,৯৯০ টাকা করে দেওয়া হয়েছিল। এমনকিও আজকের সময়েও Apple India -এর অফিসিয়াল সাইটে MacBook Air M1 ল্যাপটপ উল্লেখিত দামে তালিকাভুক্ত। তবে এই মুহূর্তে ই-কমার্স সাইট Flipkart আলোচ্য ম্যাকবুক ডিভাইসের সাথে একটি দুর্দান্ত ডিলের ঘোষণা করেছে। যার লাভ ওঠাতে পারলে এই ল্যাপটপকে ৬১,০০০ টাকারও কমে বাড়ি নিয়ে আসা যাবে। তাই আপনি যদি নিজের জন্য একটি Apple MacBook Air M1 কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের এই প্রতিবেদন থেকে Flipkart -এ উক্ত ল্যাপটপের সাথে উপলব্ধ অফার সমূহ সম্পর্কে বিশদে জেনে নিন।

Flipkart -এ Apple MacBook Air M1 ল্যাপটপের সাথে উপলব্ধ অফার

ই-কমার্স সাইট ফ্লিপকার্টে, অ্যাপল ম্যাকবুক এয়ার এম১ -এর ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস সংস্করণকে ৮৬,৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ ডিসকাউন্টের পরিমাণ থাকছে ১৩,০০০ টাকা। কিন্তু আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে ফ্লাট ১০,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন৷ যারপর এই ল্যাপটপের দাম কমে ৭৬,৯৯০ টাকা হয়ে যাবে। আবার পুরানো ল্যাপটপ আপগ্রেড করে এই অ্যাপল ম্যাকবুকটি কিনলে ট্রেড-ইন অফারের অধীনে ১৬,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। এক্ষেত্রে আপনার কাছে যদি পুরানো প্রজন্মের ম্যাকবুক এয়ার ডিভাইস থেকে থাকে তবে সহজেই ১৬,০০০ টাকা ছাড় পেয়ে যেতে পারেন৷ এক্সচেঞ্জ অফারের পর MacBook Air M1 -কে ৬০,০৯০ টাকায় কিনে নেওয়া যাবে।

প্রসঙ্গত অ্যাপল ম্যাকবুক এয়ার এম১ ল্যাপটপের ৫১২ জিবি স্টোরেজ সংস্করণকে বর্তমানে ফ্লিপকার্টে ১,১০,৯০০ টাকার পরিবর্তে ১,০৪,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যারপর ল্যাপটপের দাম ৯৪,৯৯০ টাকায় নেমে আসবে। আর ট্রেড-ইন অফারের লাভ ওঠাতে পারলে অ্যাপল ম্যাকবুক এয়ার এম১ -এর ৫১২ জিবি ভ্যারিয়েন্টকে আরও সাশ্রয়ী মূল্যে খরিদ করা যাবে।

সঙ্গে থাকুন ➥