25 হাজারের বেশি ছাড়ে মিলছে লাখ টাকার MacBook, আছে দারুণ ব্যাঙ্ক অফারও

Avatar

Published on:

Apple-macbook-air-m2-available-in-more-than-25000-rs-discount-check-offer-to-buy

আইফোনের মতো Apple-এর অন্যান্য বহুমূল্য ডিভাইসগুলিও বাজারে অত্যন্ত জনপ্রিয়, বিশেষত প্রিমিয়াম ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ থাকে সংস্থার MacBook-গুলি। সেক্ষেত্রে আপনিও যদি এই দলে থেকে থাকেন অর্থাৎ হালফিলে আপনারও যদি একটি Apple MacBook কেনার প্ল্যান থাকে, তবেই এটিই আপনার ইচ্ছেপূরণের জন্য সঠিক সময় হতে পারে। আসলে বর্তমানে Flipkart-এ MacBook Air M2 (2022) এর লঞ্চ প্রাইসের চেয়ে সরাসরি 25 হাজার টাকা কম দামে পাওয়া যাচ্ছে। এতে মোটা অঙ্কের ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও কাজে লাগানো যাবে।

ফ্ল্যাট ছাড়ের সাথে আরও অফার, কত দামে পাবেন MacBook Air M2?

অ্যাপল 2022 ম্যাকবুক এয়ার এম2 মডেলের 8GB ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল 1,14,900 টাকা, কিন্তু এখন এটি ফ্লিপকার্টে 89,990 টাকার প্রারম্ভিক মূল্যে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ল্যাপটপটি কেনার সময় এইচডিএফসি (HDFC) বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ড ব্যবহার করা হলে 5,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়ও মিলবে, যা কার্যকরভাবে এর দাম 84,990 টাকায় নামিয়ে আনবে।

এছাড়াও আপনি পুরোনো ল্যাপটপ বদলে নিলে 33,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাবেন (শর্তাবলি প্রযোজ্য)। মানে কোনোভাবে সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে ম্যাকবুক এয়ার এম2-র জন্য 50 হাজার টাকার কাছাকাছি খরচ হবে।

MacBook Air M2 (2022)-এর ফিচার: কেন কিনবেন?

অ্যাপলের এম২ ম্যাকবুক এয়ার ল্যাপটপে 500 নিটস ব্রাইটনেসযুক্ত 13.6 ইঞ্চি লিকুইড রেটিনা আইপিএস ডিসপ্লে (রেজোলিউশন 2550×1664 পিক্সেল) রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে কোম্পানির নিজস্ব এম2 প্রসেসর দেওয়া হয়েছে, যার সাথে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মেলে। এদিকে এটি 18 ঘণ্টার পাওয়ার ব্যাকআপ দিতেও সক্ষম। এক্ষেত্রে ভিডিও কলের জন্য ল্যাপটপটিতে আছে 1080p ফেস টাইম এইচডি ক্যামেরা। অন্যদিকে সাউন্ড আউটপুটের জন্য এটি ডলবি অ্যাটমস-টিউনড্ স্টেরিও স্পিকার অফার করে।

এছাড়া, এই ম্যাকবুকে ম্যাগসেফ 3 চার্জিং পোর্ট এবং দুটি থান্ডারবোল্ট/ইউএসবি 4 পোর্টও দেখা যাবে।

(বি:দ্র: প্রতিবেদনটি লেখার সময় ডিভাইসটিতে এই অফার উপলব্ধ ছিল)

সঙ্গে থাকুন ➥