22000 টাকা পর্যন্ত বাঁচবে, লঞ্চের পরপরই দারুণ সস্তায় মিলছে Honor-এর দুটি Laptop, ফিচার দুর্দান্ত

Avatar

Published on:

Honor MagicBook X14 X16 Pro Discount Offer

Huawei-এর হাত ছাড়ার পর জল অনেক দূর গড়িয়ে গেছে, বর্তমানে Honor স্বতন্ত্র ব্র্যান্ড তো বটেই তাছাড়া বাজারে তাদের বেশ জনপ্রিয়তাও লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে চীন-ভিত্তিক এই কোম্পানি সম্প্রতি ভারতে Honor MagicBook X14 Pro এবং Honor MagicBook X16 Pro 2024 নামে দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে, যা এরই মধ্যে Amazon India-য় বাম্পার ডিসকাউন্টে কেনার জন্য উপলব্ধ হয়েছে৷ ফলত আপনার যদি এখন নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকে, তাহলে এই দুটির মধ্যে কোনো একটি বেছে নিতে পারেন। তাতে করে সস্তায় কাজ মিটে যাবে।

আসলে লেটেস্ট Honor MagicBook ল্যাপটপ জোড়াতে দুর্দান্ত ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার উপলব্ধ রয়েছে, যার ফায়দা নিয়ে আপনি প্রায় 22,000 টাকা বাঁচাতে সক্ষম হবেন৷ শুনে আগ্রহ পেলেন? আসুন তবে, দেখে নিই এই Honor ল্যাপটপগুলির দাম এবং ফিচারসমূহ।

Honor MagicBook X14 ও X16 Pro-এর স্পেসিফিকেশন

অনর ম্যাজিকবুক এক্স14 প্রো এবং এক্স16 প্রো, দুটি ল্যাপটপই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তবে এদের মধ্যে প্রথমটিতে 14-ইঞ্চি ফুল-এইচডি স্ক্রিন রয়েছে, যেখানে দ্বিতীয়টি 16-ইঞ্চি ফুল-এইচডি স্ক্রিন অফার করে। পারফরম্যান্সের জন্য এগুলিতে ব্যবহার করা হয়েছে 13তম জেনারেশনের ইন্টেল কোর আই5-13420এইচ প্রসেসর, যার সাথে 512 জিবি এনভিএমই এসএসডি (NVMe SSD) স্টোরেজের দেখা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য আছে 65 ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত দ্রুত চার্জিং 60 ওয়াট-আওয়ার ব্যাটারি যা 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

এদিকে, সফ্টওয়্যার ফ্রন্টে এই অনর ল্যাপটপগুলি উইন্ডোজ 11 হোম ওএসের সাহায্যে চলে। সিকিউরিটির জন্য দুটিতেই 2-ইন-1 ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন বর্তমান। আবার ফটোগ্রাফির জন্য এগুলিতে পাওয়া যাবে 720P এইচডি ওয়েবক্যাম। প্রসঙ্গত উল্লেখ্য, অনর ম্যাজিকবুক এক্স14 প্রো এবং এক্স16 প্রো-র ওজন যথাক্রমে মাত্র 1.4 কেজি এবং 1.7 কেজি। আর কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপ জোড়ার ইউজাররা ইউএসবি টাইপ-সি থেকে শুরু করে এইচডিএমআই, ইউএসবি-এ এবং একটি হেডফোন/মাইক জ্যাক পাবেন৷

নতুন Honor MagicBook X14 Pro ও X16 Pro ল্যাপটপের দাম, অফার

অনর ম্যাজিকবুক এক্স14 প্রো মডেলের 8 জিবি র‍্যাম এবং 512 জিবি এসএসডি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 54,490 টাকা, যেখানে ম্যাজিকবুক এক্স16 প্রো ল্যাপটপটির 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 58,490 টাকায় কেনা যাবে। এক্ষেত্রে অ্যামাজন কোম্পানি উভয় ল্যাপটপেই 5,000 টাকার ব্যাঙ্ক অফার দেবে, যা কাজে লাগাতে এইচডিএফসি (HDFC) বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। সাথে থাকবে 16,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও। মানে সব অফার কোনোভাবে কাজে লাগানো সম্ভব হলে আপনি মোট 21,900 টাকা সঞ্চয় করতে পারবেন। চাইলে ইএমআইয়েও এগুলি নিতে পারেন।

সঙ্গে থাকুন ➥