Smartphones under 40000: মিড-রেঞ্জে প্রিমিয়াম ফিচার, OnePlus, Google, Vivo-র এই ৪টি ফোন বাজার সেরা

আপনি কি এই মুহূর্তে একটি ফিচারে ঠাসা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং আপনার বাজেট রয়েছে ৪০,০০০ টাকা অবধি? তাহলে অবশ্যই এই প্রতিবেদনের পুরোটা পড়ুন, কারণ আজ আমরা এই দামের মধ্যে উপলব্ধ বাজারের চারটি সেরা ফোনের খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলি কিনলে আপনারা 5G কানেক্টিভিটি ছাড়াও মিড রেঞ্জে হাই-এন্ড ফিচার পাবেন। এক্ষেত্রে আজকের তালিকায় থাকছে OnePlus 11R 5G, Vivo V27 Pro 5G, iQOO Neo 7 5G এবং Google Pixel 6a-এর মত কিছু ফোনের নাম। আসুন এখন এই ফোনগুলির দাম এবং মূল ফিচারগুলি এক নজরে দেখে নিই।

৪০,০০০ টাকার কমে কিনুন এই চারটি 5G ফোন, মিলবে সেরা ফিচার

১. OnePlus 11R 5G: ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মত ফিচার। ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে।

এই ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩৯,৯৯৯ টাকা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন ইন্ডিয়ার অফারে এটি আরও কমে মিলবে।

২. Vivo V27 Pro 5G: ভিভো ভি২৭ প্রো ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লের সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর, ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ এবং কালার চেঞ্জিং ফিচার দেওয়া হয়েছে। এতে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপলব্ধ।

তালিকার এই ভিভো ফোনটির বেস ভ্যারিয়েন্ট এখন ৩৮,৯৯৯ টাকায় ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।

৩. Google Pixel 6a: এই ফোনটির ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট, ফ্লিপকার্টে ৩১,৯৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ।

ফিচার বলতে গুগলের এই হ্যান্ডসেটটিতে দেওয়া হয়েছে ৬.১ ইঞ্চি ওলেড ডিসপ্লে, গুগল টেন্সর প্রসেসর, ৪,৪১০ এমএএইচ ব্যাটারি, ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৪. iQOO Neo 7 5G: এই স্মার্টফোনটিতে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সাথে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি, ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি। এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপও বর্তমান।

আইকো নিও ৭ ৫জির ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৯,৯৯৯ টাকা। এটি অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) থেকে কেনা যাবে।