Best Camera Phones: দুর্দান্ত ক্যামেরার সেরা পাঁচটি স্মার্টফোন, Redmi থেকে iPhone সামিল

নতুন স্মার্টফোন কেনার সময় কারোর চাহিদা থাকে অধিক ব্যাটারি ক্যাপাসিটির, তো কেউ আবার ডিজাইনকে বেশি প্রাধান্য দেয়। তবে...
SUMAN 13 March 2023 2:23 PM IST

নতুন স্মার্টফোন কেনার সময় কারোর চাহিদা থাকে অধিক ব্যাটারি ক্যাপাসিটির, তো কেউ আবার ডিজাইনকে বেশি প্রাধান্য দেয়। তবে অনেকেই ভালো তথা উন্নত ক্যামেরা পারফরম্যান্সের ফোনের খোঁজ করেন। আপনিও যদি নতুন হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে এই একই মনোভাব রাখেন, তবে আজ আমরা এমন ৫টি স্মার্টফোনের হদিশ দেব যেগুলিতে সর্বোচ্চ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রেজোলিউশন যুক্ত ক্যামেরা বিদ্যমান। এই তালিকায় সামিল রয়েছে - Redmi Note 11 Pro+ 5G, Samsung Galaxy A53 5G, OnePlus 9 5G, Google Pixel 6A এবং iPhone SE (2022)। সর্বোপরি আপনি অ্যান্ড্রয়েড বা আইফোন যেটাই বেছে নিন না কেন, প্রত্যেকটি মডেলকেই ৪০,০০০ টাকার কমে পেয়ে যাবেন। চলুন সেরা ক্যামেরা পারফরম্যান্স প্রদানকারী এই ৫টি স্মার্টফোনের দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

৫টি সেরা ক্যামেরা পারফরম্যান্স প্রদানকারী স্মার্টফোনের তালিকা

Redmi Note 11 Pro+ 5G : ২২,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)

রেডমি নোট ১১ প্রো+ ৫জি ফোনে আছে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইল, যার কাটআউটের মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আর ডিভাইসের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৯ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল Samsung HM2 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। তদুপরি পারফরম্যান্সের জন্য আলোচ্য হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ৫জি-এনাবল হ্যান্ডসেটে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। নিরাপত্তার জন্য রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

Samsung Galaxy A53 5G : ৩১,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫-ইঞ্চির ফুল এইচডি (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য, ডিভাইসে সংস্থার নিজস্ব এক্সিনস ১২৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ কাস্টম স্কিনে রান করে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। পাশাপাশি সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে। সেন্সর হিসাবে ফোনে - অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাংয়ের এই হ্যান্ডসেটে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। উক্ত ফোনটি ধুলো ও জল প্রতিরোধের জন্য IP67 রেটিং প্রাপ্ত।

OnePlus 9 5G : ৩৬,১৬০ টাকা

ওয়ানপ্লাস ৯ ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৫৫-ইঞ্চির (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) ফ্লুইড AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস ১১ ভার্সন দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য উক্ত ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর। আবার, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ওয়ানপ্লাস ফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Google Pixel 6A : ২৯,৭৪৯ টাকা

গুগল পিক্সেল ৬এ ফোনে ৬.১-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি গুগল টেনসর অক্টা-কোর চিপসেট এবং টাইটান এম২ সিকিউরিটি কো-প্রসেসর সহ এসেছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। তদুপরি, এই গুগল ফোনে ১২.২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৪,৪১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বর্তমান। এছাড়া নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।

iPhone SE (2022) : ৩৭,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)

আইফোন এসই ২০২২ মডেলটি ৪.৭-ইঞ্চির রেটিনা এইচডি (৭৫০x১,৩৩৪ পিক্সেল) ডিসপ্লে সহ এসেছে, যা ৬২৫ নিট পিক ব্রাইটনেস ও ৩২৬ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে সংস্থার লেটেস্ট এ১৫ বায়োনিক প্রসেসর। এটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলবে এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। তদুপরি ফটোগ্রাফির জন্য, উক্ত মডেলে এফ/১.৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। অ্যাপলের দাবি অনুযায়ী, এই রিয়ার ক্যামেরা ডিপ ফিউশন প্রযুক্তি সহ এসেছে এবং ৬০fps রেটে ৪কে (4K) ভিডিও রেকর্ড করতে দেবে। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৭ মেগাপিক্সেলের ফেসটাইম এইচডি ফ্রন্ট ক্যামেরা থাকছে। ৫জি (5G) কানেক্টিভিটির সাথে আসা এই ফোনে টাচ আইডি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সিকিউরিটি ফিচার উপলব্ধ। এই আইফোনে ২,০১৮ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা কিউআই (QI) স্ট্যান্ডার্ড ওয়্যারলেস চার্জিং এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করে।আইফোন এসই (২০২২) IP67 রেটিং প্রাপ্ত, তাই জল ও ধুলো রোধী।

Show Full Article
Next Story