HMD Ridge: মধ্যবিত্তের বাজেটে নতুন 5G ফোন আসছে, পাওয়া যাবে 50MP ক্যামেরা

ফিনল্যান্ড ভিত্তিক স্মার্টফোন নির্মাতা, এইচএমডি (HMD) দীর্ঘদিন ধরে নোকিয়া (Nokia) ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করে এসেছে। তবে বর্তমানে সংস্থাটি নিজস্ব ব্র্যান্ডিংয়ের সাথে মোবাইল ফোন লঞ্চ করা শুরু করেছে। তারা এই মুহূর্তে একাধিক নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে HMD Atlas এবং HMD Skyline, সম্প্রতি যেটির ডিজাইন এবং মূল বৈশিষ্ট্যগুলি ফাঁস হয়েছে৷ আর এখন একটি সূত্র মারফৎ HMD Ridge নামে আরেকটি নতুন হ্যান্ডসেট সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। লেটেস্ট ডিভাইসটি একটি বাজেট ফোন হবে বলে আশা করা হচ্ছে। HMD Ridge কি কি অফার করতে পারে, আসুন জেনে নেওয়া যাক।

HMD Ridge ফোনের ডিজাইন ও প্রধান বৈশিষ্ট্য ফাঁস

এইচএমডি মিম’স নামে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এইচএমডি রিজ ফোনের ডিজাইন এবং প্রধান স্পেসিফিকেশনগুলি শেয়ার করা হয়েছে। এইচএমডি অ্যাটলাসের মতোই এই হ্যান্ডসেটটির পিছনে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ডের মতো ডিজাইন থাকবে বলে জানা গেছে, যা দুটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট দ্বারা গঠিত। তবে এইচএমডি রিজের স্ক্রিনে অ্যাটলাসের তুলনায় মোটা বেজেল দেখা যাবে। ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট থাকবে। স্মার্টফোনটির রিয়ার প্যানেলে একটি জ্যামিতিক আকৃতির ডিজাইন দেখা যাবে এবং এটি গোলাপী রঙের কালার অপশনে পাওয়া যাবে।

এবার স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসা যাক। এইচএমডি রিজ ফোনটি ৬.৪ ইঞ্চির ডিসপ্লে সহ আসবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানা গেছে। এটি গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত থাকবে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।

কর্মক্ষমতার ক্ষেত্রে, HMD Ridge ফোনটি 5G সংযোগে সক্ষম Qualcomm Snapdragon 480+ প্রসেসরে চলবে বলে জানা গেছে। এটি ৪ জিবি/৬ জিবি/৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, HMD Ridge ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও মনে করা হচ্ছে যে HMD Ridge ফোনটি HMD Atlas ফোনের একটি টোন-ডাউন সংস্করণ হবে। এইচএমডি ব্র্যান্ড তাদের Skyline, Atlas এবং Ridge মডেলের পাশাপাশি HMD Waylay এবং HMD Xenon নামে আরও দুটি ডিভাইস লঞ্চের অপেক্ষায় রয়েছে। HMD Skyline একটি মিড-রেঞ্জ 5G হ্যান্ডসেট বলে শোনা যাচ্ছে, অন্যদিকে HMD Atlas একটি ইউএস-এক্সক্লুসিভ ডিভাইস হবে।