স্মার্টফোনের জগত তোলপাড় করে লঞ্চ হল Honor 200 Pro, দুর্ধর্ষ ক্যামেরা, সঙ্গে 100W চার্জিং

Honnor 200 Pro চীনে সাব-ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 3 প্রসেসরের সঙ্গে লঞ্চ হল। ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা, চার্জিং, অডিওর মতো বিভাগে প্রচুর সারপ্রাইজ অফার করবে এই ফোন।

Honor 200 Pro স্মার্টফোনটি স্ট্যান্ডার্ড Honor 200 মডেলের সাথে অবশেষে পা রাখলো বাজারে। বলাই বাহুল্য, এই দুই হ্যান্ডসেটের মধ্যে Honor 200 Pro মডেলটি বেশি প্রিমিয়াম। এটি স্পেসিফিকেশনের ক্ষেত্রে একাধিক বিভাগে স্ট্যান্ডার্ড মডেলটির থেকে এগিয়ে রয়েছে। এই হ্যান্ডসেটটি ওলেড (OLED) ডিসপ্লে, নতুন Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর, বিশাল ৫,২০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করে। আসুন তাহলে অনরের নবাগত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির সকল স্পেসিফিকেশন, মূল্য এবং উপলব্ধতা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor 200 Pro: স্পেসিফিকেশন

অনর ২০০ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চির ২,৭০০×১,২২৪ পিক্সেলের ওলেড (OLED) ফোর-এজ কার্ভ ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩,৮৪০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম (PWM) ডিমিং এবং ৪,০০০ নিট লোকাল পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি ১.০৭ বিলিয়ন কালার ডিসপ্লে, ন্যাচারাল লাইট-লাইক আই প্রোটেকশন, এআই (AI) স্লিপ-অ্যাসিস্ট ডিসপ্লে, ন্যাচারাল কালার ডিসপ্লে ২.০ এবং ৩৬০ ডিগ্রি অ্যাডাপটিভ ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। অনর ২০০ প্রো জার্মান রাইনল্যান্ড টিইউভি ফ্লিকার-ফ্রি সার্টিফিকেশন পাস করেছে এবং জার্মান রাইনল্যান্ড টিইউভি গ্লোবাল আই কেয়ার ৩.০ সার্টিফিকেশন পাওয়া প্রথম ডিভাইস। এটি বৃষ্টির সময় এবং ভেজা হাতেও টাচ ফাংশনালিটি সাপোর্ট করে।

উন্নততর স্পেসিফিকেশনের জন্য, ডিভাইসটি অ্যাড্রেনো ৭৩৫ জিপিইউ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেটে চলে। ডিভাইসটি বিভিন্ন স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ থেকে শুরু করে ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ পর্যন্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ম্যাজিকওএস ৮.০ (MagicOS 8.0) অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Honor 200 Pro ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও এফ/১.৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ১/১.৩ ইঞ্চির H9000 ইমেজ সেন্সর অবস্থান করছে। এই প্রধান ক্যামেরাটি একটি ৪-ইন-১, ২.৪ মাইক্রোমিটার (μm) সমতুল্য বড় পিক্সেল, ৮-লাইন এসএমএ এএফ+অআইএস ২-ইন-১ মোটর এবং একটি ৭পি লেন্স ব্যবহার করে। এর সাথে ক্যামেরা মডিউলে এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের কাস্টমাইজড Sony IMX856 টেলিফটো লেন্স রয়েছে, যা ২.৫x অপটিক্যাল জুম, ৫০x পর্যন্ত ডিজিটাল জুম এবং আইএস সাপোর্ট করে। এছাড়াও, তৃতীয় ক্যামেরা হিসাবে একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স রয়েছে, যা ১১২ ডিগ্রি ফিল্ড অফ ভিউ অফার করে এবং এটি ২.৫ সেমি আল্ট্রা-শর্ট ফোকাসিং দূরত্বে ছবি ক্যাপচার করতে সক্ষম।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, Honor 200 Pro ফোনের সামনে এফ/২.১ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের এসএলআর (SLR) লেভেলের পোর্ট্রেট লেন্স রয়েছে, যা একটি সেলফি লাইট এবং শ্যাডো অ্যালগরিদম অপ্টিমাইজেশন অফার করে। ফোনটির পিছনের এবং সামনের উভয় ক্যামেরাই ৩কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে, যা বিভিন্ন পরিস্থিতিতে ফটো ক্যাপচার করতে এবং উচ্চ-মানের ছবি ও ভিডিও নিশ্চিত করতে বহুমুখিতা প্রদান করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor 200 Pro।ডিভাইসটিতে বড় ৫,২০০ এমএএইচ “কিংহাই লেক ব্যাটারি” (Qinghai Lake Battery) রয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড সুপার ফাস্ট চার্জিং এবং ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই বিশাল ব্যাটারিটি একটি এআই (AI) নির্ভর চার্জিং মোড দ্বারা পরিপূরক, যা ব্যাটারির লাইফ বাড়াতে ইউজারদের চার্জ করার অভ্যাসের সাথে অ্যাডজাস্ট হয়।

অডিওর জন্য, Honor 200 Pro ফোনটি হিস্টেন ৭.১ (Histen 7.1) স্পেসিফিয়াল অডিও এফেক্ট সহ ডুয়েল স্টিরিও স্পিকার দ্বারা সজ্জিত। ডিভাইসটিতে একটি জিপিইউ চার্জিং এক্স (GPU Turbo X) গেম ইঞ্জিনও রয়েছে, যা হাই-ডিমান্ড গেমগুলির জন্য পারফরম্যান্স অপ্টিমাইজ করে এবং মসৃণ ও উচ্চ-মানের গেমপ্লে নিশ্চিত করে ইউজার এক্সপেরিয়েন্সকে আরও সমৃদ্ধ করে।

কানেক্টিভিটির জন্য, Honor 200 Pro 5G ফোনটি বিস্তৃত নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড সাপোর্ট করে। এটিতে ব্লুটুথ ৫.৩ , ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, এনএফসি এবং জিপিএস এবং গ্লোনাসের মতো একাধিক পজিশনিং সিস্টেমের মতো আধুনিক কানেক্টিভিটি বিকল্পগুলি রয়েছে৷ পরিশেষে Honor 200 Pro ফোনের পরিমাপ ১৬৩.৩ মিলিমিটার × ৭৫.২ মিমি ×
৮.২মিমি এবং বড় ব্যাটারি সহ এর ওজন প্রায় ১৯৯ গ্রাম।

Honor 200 Pro: মূল্য এবং লভ্যতা

চীনা বাজারে Honor 200 Pro স্কাই ব্লু, কোরাল পিঙ্ক, মুনলাইট হোয়াইট এবং ভেলভেট ব্ল্যাকের মতো বিভিন্ন কালার শেডে লঞ্চ হয়েছে। চীনে ডিভাইসটির ১২ জিবি+২৫৬ জিবি মডেলের দাম ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪০,২০০ টাকা), যেখানে ১২ জিবি+৫১২ জিবি, ১৬ জিবি+৫১২ জিবি এবং ১৬ জিবি+ টিবি মডেলগুলির দাম যথাক্রমে ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৬২৫ টাকা), ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৯২০ টাকা) এবং ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫১,৬৬০ টাকা)। কোম্পানি নিশ্চিত করেছে যে, চীনে Honor 200 Pro ফোনের প্রি-সেল আগামী ২৭ মে এবং অফিসিয়াল সেল ৩১ মে শুরু হবে। স্মার্টফোনটি অনর মল, বিভিন্ন অনুমোদিত ই-কমার্স প্ল্যাটফর্ম, অনার এক্সপেরিয়েন্স স্টোর এবং অনুমোদিত রিটেইল স্টোরের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। তবে Honor 200 সিরিজ কবে ভারত সহ গ্লোবাল মার্কেটে প্রবেশ করবে, তা এখনও জানা যায়নি।