FCC সাইটে লিস্টেড হল Infinix Zero Flip, প্রকাশ্যে র‍্যাম-স্টোরেজ ও ফাস্ট চার্জ স্পিড

গত এপ্রিলে শোনা গিয়েছিল যে ইনফিনিক্স তাদের ব্র্যান্ডের প্রথম ফ্লিপ ফোনের ওপর কাজ করছে, যা Infinix Zero Flip নামে বাজারে আত্মপ্রকাশ করবে। সেই সময়ই আইএমইআই (IMEI) ডেটাবেসে ফোনটিকে X6962 মডেল নম্বর সহ দেখা গিয়েছিল। আশা করা হচ্ছে যে ডিভাইসটি শীঘ্রই বাজারে পা রাখতে পারে, কারণ এখন Infinix Zero Flip মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করেছে। সার্টিফিকেশনটি ডিভাইসের প্রধান স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Infinix Zero Flip পেল FCC সার্টিফিকেশন

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের ডেটাবেসে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে, যা এর ডিজাইনটি তুলে ধরেছে। এটি প্রকাশ করেছে যে, ফোনটিতে একটি বড় বর্গাকার-আকৃতির কভার ডিসপ্লে এবং একটি উল্লম্বভাবে সজ্জিত ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে, যার নীচে একটি পিল আকৃতির এলইডি ফ্ল্যাশ দেখা যাবে। জিরো ফ্লিপের সামগ্রিক ডিজাইনটি অনেকটা সহযোগী ব্র্যান্ড, টেকনোর আসন্ন ফ্যান্টম ভি২ ফ্লিপের মতো। যদিও দুটি ডিভাইসে প্রায় অভিন্ন ডিজাইন রয়েছে, তবে এগুলি অনুরূপ স্পেসিফিকেশন অফার করবে কিনা, তা স্পষ্ট নয়।

এছাড়াও এফসিসি সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ বাজারে আসবে। যদিও এর ব্যাটারি সম্পর্কে কোনও তথ্য এখনও উপলব্ধ নেই, তবে মনে করা হচ্ছে যে ডিভাইসটিকে একটি ৭০ ওয়াট ফাস্ট চার্জারের সাথে পাঠানো হবে।

Infinix Zero Flip একাধিক 4G এবং 5G ব্যান্ড সাপোর্ট করবে বলে জানা গেছে। সার্টিফিকেশনটি আরও প্রকাশ করেছে যে, ডিভাইসটি একটি টাইটানিয়াম ব্ল্যাক শেডে পাওয়া যাবে। এফসিসি ছাড়াও, ইউরোপিয়ান ইকোনোমিক কমিউনিটি (EEC) প্ল্যাটফর্মও ডিভাইসটিকে অনুমোদন করেছে। ইতিমধ্যেই একাধিক প্রয়োজনীয় সার্টিফিকেশন লাভ করার ফলে মনে করা হচ্ছে যে Infinix Zero Flip এই মাসের শেষে বা জুলাই মাসের শুরুর দিকে বাজারে পা রাখতে পারে। তবে এখনও, ইনফিনিক্সের পক্ষ থেকে এই ডিভাইসটির অস্তিত্ব সর্ম্পকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।