দু’দশক আগে বাজার কাঁপানো Nokia-র জনপ্রিয় ফোন নতুন লুকে ফিরতে চলেছে!

আইকনিক নোকিয়া (Nokia) ফোনের পুরনো আস্বাদ ফিরিয়ে দিতে পারে এইচএমডি গ্লোবাল (HMD Global)-এর ব্র্যান্ড-নিউ ফিচার ফোন। ফিনল্যান্ড ভিত্তিক মোবাইল ফোন কোম্পানিটি সম্প্রতি নোকিয়া ব্র্যান্ডের একটি নতুন ফিচার ফোনের আগমনের ইঙ্গিত দিয়েছে। সংস্থার তরফে একটি প্রোমোশনাল টিজারও শেয়ার করা হয়েছে, যা প্রকাশ করেছে যে তারা সম্ভবত জনপ্রিয় Nokia 3310-এর একটি রিফ্রেশড মডেলের ওপর কাজ করছে। কি কি তথ্য উঠে এসেছে এই টিজার থেকে, আসুন জেনে নেওয়া যাক।

Nokia 3310-এর 2024 সংস্করণ

এইচএমডি গ্লোবাল তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি নতুন টিজার শেয়ার করেছে। এই অফিসিয়াল টুইটে, কোম্পানিটি এমন একটি ছবি শেয়ার করেছে যেটি একটি 8-বিট ভার্সন দেখায়, যা নোকিয়ার ফিচার ফোন বলে মনে হচ্ছে। এই ডিভাইসটিকে একটি বেলুনের প্রতিকৃতির পাশে দেখা যাচ্ছে এবং নীচে “ ইটস মাই বার্থডে” কথাটি লেখা রয়েছে। টুইটে একটি লিঙ্কও রয়েছে, যা একটি আসন্ন ফোনের বার্থডে পেজে নিয়ে যায়৷ তাই, নতুন ফিচার ফোনটিকে একটি ক্লাসিক নোকিয়া হ্যান্ডসেটের নতুন সংস্করণ বলে মনে করা হচ্ছে।

তবে, অফিসিয়াল টিজারে ফোনটির নাম বা কোনও বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি, শুধুমাত্র অফিসিয়াল এইচএমডি ওয়েবসাইটে একটি পিক্সেলেড চিত্র রয়েছে। এটি প্রায় দু’দশক আগে বাজারে আসা নোকিয়া 3310 হবে বলে মনে করা হচ্ছে, যেটি একটি জনপ্রিয় আইকনিক ফিচার ফোন ছিল। শেলফোনটি উজ্জ্বল কালার অপশনগুলিতে পাওয়া যেত, তার মধ্যে উজ্জ্বল হলুদ রঙের বিকল্পটিকে এই টিজারেও দেখা গেছে।

কয়েক বছর আগে, একটি ড্রপ টেস্টে Apple iPhone 13 Pro এবং Nokia 3310-কে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছিল। যদিও এই মুহূর্তে Nokia 3310-এর রিফ্রেশের বিষয়ে কোম্পানির তরফে কিছু খোলসা করে জানানো হয়নি, তবে এইচএমডি-এর সাংকেতিক টিজারের পর শীঘ্রই এই বিষয়ে নতুন আপডেট সামনে আসবে বলে মনে করা হচ্ছে।