itel S24: ফোন কিনলে স্মার্টওয়াচ FREE! কাজ মিটবে 10,000 টাকার কমেই, কে দিচ্ছে এমন অফার?

কম বাজেটে স্মার্টফোন কিনে ভালো ফিচার পেতে কে না চায়? কিন্তু সবসময় কি সবার সেই ইচ্ছেপূরণ হয়? হ্যাঁ, অবশ্যই হয়! এখনকার দিনে বিশেষ কোনো উপলক্ষ-সেল থাকুক বা না থাকুক, সস্তায় ফোন কেনাটা কোনো চাপের ব্যাপারই নয়। কেননা কাস্টমারদের আকর্ষিত করতে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি হামেশাই বিভিন্ন মোবাইলে অফার দিচ্ছে। যেমন, Amazon India এই মুহূর্তে itel Days সেল দিচ্ছে, যেখানে 108MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির মতো ফিচারওয়ালা সাশ্রয়ী স্মার্টফোন itel S24 আরও সস্তায় কেনা যাবে – শুধু তাই নয়, এটি কিনলে ফ্রি পাবেন স্মার্টওয়াচও।

১০ হাজার টাকার কমে মিলছে itel S24, সাথে স্মার্টওয়াচ ফ্রি

আইটেল এস২৪ স্মার্টফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১২,৯৯৯ টাকা, তবে এখন অ্যামাজনের লিমিটেড টাইম ডিলে এটি সরাসরি ৩,০০০ টাকা ছাড়ে ৯,৯৯৯ টাকায় মিলছে। এক্ষেত্রে কেনাকাটার সময় নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত ৭৫০ টাকা ছাড় কাজে লাগানো যাবে।

এছাড়াও এই সাশ্রয়ী ফোনটি অর্ডারের সময় পুরোনো ফোন বদলে নিলে ৯,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন (শর্তাবলি প্রযোজ্য)। তবে মজার ব্যাপার হল যে, এই ছাড়ের পাশাপাশি আইটেল এস২৪ কিনলে ব্র্যান্ডেরই ৯৯৯ টাকার itel 42 স্মার্টওয়াচ বিনামূল্যে হাতে পেয়ে যাবেন।

itel S24-এর স্পেসিফিকেশন

আইটেল এস২৪ স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬-ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন ৭২০×১৬১২ পিক্সেল) ডিসপ্লে রয়েছে।পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর, যার সাথে মোট ১৬ জিবি র‍্যাম (৮ জিবি ইনবিল্ট+৮ জিবি ভার্চুয়াল) এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের অপশন বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মেলে ১৮ ওয়াট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এদিকে ফটোগ্রাফির জন্য এটি ১০৮-মেগাপিক্সেল প্রাইমারি Samsung HM6 ISOCELL সেন্সরযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এছাড়াও সিকিউরিটির জন্য আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।