মাসের শুরুতেই দাম কমল Motorola-র এই নতুন 5G ফোনের, পাবেন 6000mAh ব্যাটারি, 12GB র‍্যামও

বাজারের প্রতিযোগিতার তাল মেলাতে গিয়ে যেন মারমুখী হয়ে উঠেছে Motorola! প্রায় প্রতিমাসেই অন্যতম পুরোনো এই মোবাইল ব্র্যান্ডটি হয় কোনো না কোনো নতুন মডেল লঞ্চ করছে, নতুবা দাম কমিয়ে বসছে নতুন-পুরোনো বিভিন্ন ফোনের। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে কম বাজেটে একটি ভালো স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে Motorola-র Moto G64 5G মডেলটি বেছে নিন।

আসলে, কোম্পানি গত এপ্রিলে এই ফোনটি বিশাল 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরার মতো আকর্ষণীয় ফিচারের সাথে লঞ্চ করেছিল। আর কিছুদিন যেতে না যেতেই তারা এখন এই Motorola G64 5G-এর দাম হাজার টাকা কমালো।

মাস-পয়লায় সস্তা হল Motorola G64 5G ফোন, নতুন দাম কত?

মোটোরোলার লেটেস্ট মোটো জি৬৪ ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি বেস স্টোরেজ এবং ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের লঞ্চ প্রাইস যথাক্রমে ১৪,৯৯৯ টাকা এবং ১৬,৯৯৯ টাকা – MRP ৩ হাজার টাকা করে বেশি। তবে এখন কোম্পানি মাস ঘুরতেই এর দাম ১,০০০ টাকা কমিয়েছে, যার ফলে প্রথম স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে। এদিকে এর ১২ জিবি ভ্যারিয়েন্টটির মূল্য কমে ১৫,৯৯৯ টাকায় দাঁড়িয়েছে।

এক্ষেত্রে আপনি ফোনটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট (Flipkart), রিলায়েন্স ডিজিটাল (Reliance Digital)-এর মতো প্ল্যাটফর্মগুলি থেকে অনলাইনে কিনতে পারবেন, যেখানে দুর্দান্ত ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ইত্যাদি কাজে লাগিয়ে অতিরিক্ত সাশ্রয় করা যাবে।

Motorola G64 5G-এর স্পেসিফিকেশন

মোটোরোলা জি৬৪ ৫জি স্মার্টফোনটিতে এর পূর্বসূরী অর্থাৎ Motorola G54-এর অনুরূপ ফিচার দেখা যাবে। যেমন, এই মোটো ফোনে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের অপশন মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বর্তমান ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

অন্যদিকে ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস (OIS) ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এছাড়া আছে স্টিরিও স্পিকার থেকে শুরু করে সাইড-মাউন্টেড্ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফাংশনও। প্রসঙ্গত উল্লেখ্য, Motorola G64 5G আইস লিলাক, পার্ল ব্লু এবং মিন্ট গ্রিন – এই তিনটি রঙে কেনা যাবে।