বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচার, Honor Play 50 ও Honor Play 50m বড় ব্যাটারি সহ বাজারে এল

Published on:

Honor Play 50 Play 50m launched

Honor চুপিচুপি তাদের হোম-মার্কেটে একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করলো। নয়া এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল এসেছে, যথা – Honor Play 50 এবং Honor Play 50m। উভয় ফোনই অনুরূপ কনফিগারেশন অফার করে। এগুলিতে সর্বাধিক 90 হার্টজ রিফ্রেশ রেটের TFT LCD ডিসপ্লে, মিডিয়াটেকের প্রসেসর, লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিন, 256 জিবি পর্যন্ত স্টোরেজ এবং 5,200 এমএএইচের ব্যাটারি পাওয়া যাবে। এমনকি এগুলির ডিজাইনও এক সমান। কিন্তু আশ্চর্যের বিষয়, ডিজাইন ও ফিচারে কোনো পার্থক্য না থাকা সত্ত্বেও হ্যান্ডসেট দুটির দাম স্বতন্ত্র রাখা হয়েছে। চলুন নতুন Honor Play 50 এবং Play 50m স্মার্টফোনের দাম ও বিশেষত্ব সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Honor Play 50 এবং Play 50m স্মার্টফোনের স্পেসিফিকেশন

অনর প্লে 50 এবং প্লে 50এম স্মার্টফোন হুবহু একরকম দেখতে। এমনকি উভয় মডেলের পরিমাপ 163.59×75.33×8.39 মিমি এবং ওজন প্রায় 190 গ্রাম। কার্যকারিতার নিরিখেও ডিভাইস দুটি একসমান পারফরম্যান্স অফার করবে, কেননা ডিজাইনের মতো প্রত্যেকটি ফিচার অনুরূপ থাকছে। এক্ষেত্রে দুটি স্মার্টফোনই 6.56-ইঞ্চির ওয়াটারড্রপ TFT LCD টাচস্ক্রিন সহ এসেছে, যা 720×1612 পিক্সেল রেজোলিউশন এবং 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সমর্থন করে। অনর প্লে সিরিজে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার অপরেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ম্যাজিকওএস 8.0 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। উভয় ফোনেই 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বাধিক 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরা বিভাগের কথা বললে, নবাগত Honor Play 50 এবং Play 50m স্মার্টফোনের পিছনে 13-মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার এবং সামনে 5-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে 5,200 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা 10 ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে যে, সাধারণ ব্যবহারের এই ব্যাটারি ডিভাইসকে সারাদিন পর্যন্ত সচল রাখবে।

Honor Play 50 এবং Play 50m স্মার্টফোনের দাম

Honor Play 50 স্মার্টফোনের 6 জিবি র‍্যাম+128 জিবি স্টোরেজ যুক্ত বেস কনফিগারেশনের দাম 1199 ইউয়ান (প্রায় 13,700 টাকা) রাখা হয়েছে। উচ্চতর 8 জিবি র‍্যাম+256 জিবি স্টোরেজ সংস্করণটির বিক্রয় মূল্য থাকছে 1399 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। এটি – স্টার পার্পল, ব্ল্যাক জেড গ্রিন এবং ম্যাজিক নাইট ব্ল্যাক কালার বিকল্পে এসেছে।

অন্যদিকে Honor Play 50m ফোনের দাম শুরু হচ্ছে 1499 ইউয়ান (প্রায় 17,100 টাকা) থেকে। এই দাম এর 6 জিবি র‍্যাম+128 জিবি স্টোরেজ অপশনের। আর 8 জিবি র‍্যাম+256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি বিক্রি করা হবে 1899 ইউয়ান (প্রায় 21,700 টাকা) মূল্যে। এটি – ম্যাজিক নাইট ব্ল্যাক এবং স্কাই ব্লু কালার বিকল্পে লঞ্চ হয়েছে।

সংস্থাটি, অনুরূপ ফিচার ও ডিজাইনের সাথে সিরিজটি লঞ্চ করা সত্ত্বেও কেন দামে ফারাক রয়েছে তা এখনো জানায়নি। এছাড়া ভারত সহ বিশ্ববাজারে ডিভাইস দুটি কবে মুক্তি পাবে তাও এখনো অজানা।

সঙ্গে থাকুন ➥