Weather Update: আগামীকাল আবহাওয়া কেমন থাকবে ঘন্টায় ঘন্টায় জানাবে ফোন, করুন এই সেটিংস

Published on:

How to get Weather Alerts on Mobile

বর্তমানে আগে থেকে আবহাওয়ার অনুমান করা খুবই কঠিন। তাই অনেককেই সম্পূর্ণ প্রস্তুতি ছাড়া বাড়ির বাইরে বেরিয়ে বিপাকেও পড়তে হয়। তবে আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসের হোম স্ক্রিনে আবহাওয়ার উইজেট (Weather Widget) রাখলে আপনি সহজেই Weather Update পেয়ে যেতে পারেন।

এক্ষেত্রে জানিয়ে রাখি, খুব সহজেই আবহাওয়া আপডেট উইজেট, অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোনে সেট করা যায়। যদিও অনেক থার্ড-পার্টি ওয়েদার অ্যাপও উপলব্ধ রয়েছে, তবে ডিভাইসগুলির বিল্ড ইন সার্ভিসের মাধ্যমে খুব সহজেই রিয়েল-টাইম আবহাওয়ার আপডেট পাওয়া যায়। তাই আপনি যদি বৃষ্টি হওয়ার আগে ফোনে সতর্কতা পেতে চান, তাহলে জেনে নিন কীভাবে স্ক্রিনে উইজেট সেট করবেন।

iPhone-এর মাধ্যমে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাবেন?

যেসমস্ত iPhone ব্যবহারকারীর ফোন iOS 16 বা তার পরের অপারেটিং সিস্টেমে চলে, তারা নিন্মলিখিত উপায়ে Weather উইজেট সেট করুন।

১. প্রথমে হোমস্ক্রিনে গিয়ে দীর্ঘক্ষন প্রেস করতে হবে। এরপর বামদিকে প্রদর্শিত প্লাস আইকনে টাচ করতে হবে।

২. তারপর সেখানে আপনাকে Weather উইজেট অনুসন্ধান করতে হবে এবং প্রদর্শিত উইজেটটিকে টেনে এনে হোমস্ক্রিনে সেট করতে হবে।

এই উইজেটে আপনি আবহাওয়া সম্পর্কে সকল তথ্য পাবেন। এছাড়াও এখানে দশ দিনের আবহাওয়ার পূর্বাভাসও দেখতে পাবেন।

কিভাবে Android ডিভাইসে আবহাওয়ার পূর্বাভাস দেখতে পাবেন?

যদি আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে আবহাওয়ার উইজেট সেট করা আপনার জন্য খুবই সহজ।

১. এর জন্য প্রথমে আপনাকে হোম স্ক্রিনে দীর্ঘক্ষণ প্রেস করে থাকতে হবে।

২. তারপর Weather উইজেট অনুসন্ধান করতে হবে।

৩. এটিতে দীর্ঘক্ষণ ট্যাপ করে টেনে এনে স্ক্রিনে সঠিক জায়গায় হবে। এরপর নিয়মিত আপনি আবহাওয়ার পূর্বাভাস দেখতে পারবেন।

সঙ্গে থাকুন ➥