HomeMobilesক্যামেরায় ফের হার মানবে Samsung থেকে iPhone, Huawei P70 সিরিজ আসছে IMX989...

ক্যামেরায় ফের হার মানবে Samsung থেকে iPhone, Huawei P70 সিরিজ আসছে IMX989 সেন্সরের সাথে

Huawei তাদের বহু প্রতীক্ষিত P70 স্মার্টফোন সিরিজের উপর কাজ করছে। এটি Huawei P60 সিরিজের উত্তরসূরী হিসেবে আসছে। এই সিরিজ মার্চে বাজারে আসতে পারে। আজ টিপস্টার Smart Pikachu উইবো প্ল্যাটফর্মে Huawei P70 সিরিজ সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে।

Huawei P70 সিরিজে থাকবে Sony INX989 ক্যামরা সেন্সর

টিপস্টার জানিয়েছেন যে, হুয়াওয়ে পি৭০ সিরিজে কিছুদিন আগে লঞ্চ হওয়া সনি আইএমএক্স৯৮৯ সেন্সর থাকবে। এই সেন্সর এনহ্যান্স অ্যাপারচার ও আরও উন্নত ফোকাস অফার করবে। এদিকে স্মার্টফোনটি 2K স্ক্রিন সহ আসবে।

এর আগে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছিলেন যে, Huawei P70 সিরিজে OV50H সেন্সর থাকবে। আর এই সিরিজের টপ মডেল Huawei P70 Art আসবে সনি আইএমএক্স৯৮৯ সেন্সরের সাথে।

আর Huawei P70 সিরিজে ১.৫কে কোয়াড কার্ভড ৬.৭ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। এতে ওলেড প্যানেল থাকবে। আর ফোনগুলি ৫,০০০ এমএএইচ ব্যাটারি, স্টেরিও ডুয়েল স্পিকার ও কিরিন ৯০০০এস প্রসেসর সহ আসবে।

RELATED ARTICLES

Most Popular