Infinix Note 40 Pro: বাজেট ফোনেও ওয়্যারলেস চার্জিং, দুর্ধর্ষ ফিচার সহ ভারতে লঞ্চ হল নতুন দুটি ফোন

Avatar

Published on:

Infinix Note 40 Pro Plus launched India

Infinix আজ ভারতের বাজারে নতুন Infinix Note 40 Pro স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপের অধীনে মোট দুটি হ্যান্ডসেট এসেছে, যথা – Infinix Note 40 Pro এবং Note 40 Pro+। উভয় মডেল অভিন্ন ফিচার অফার করে। তবে ব্যাটারি এবং চার্জিং ক্যাপাসিটির ক্ষেত্রে স্বতন্ত্রতা নজরে পড়বে। বিশেষত্বের কথা বলল, সংস্থাটি এই লেটেস্ট সিরিজে তাদের নিজস্ব ম্যাগচার্জ (MagCharge) প্রযুক্তি দিয়েছে। এই প্রযুক্তি অনেকটা Apple এর ম্যাফসেফ (MagSafe) -এর অনুরূপ কাজ করবে। চলুন Infinix Note 40 Pro সিরিজের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক…

ভারতে Infinix Note 40 Pro সিরিজের দাম ও লভ্যতা

ভারতে ইনফিনিক্স নোট 40 প্রো এর 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজের দাম 21,999 টাকা রাখা হয়েছে। আবার হাই-এন্ড Note 40 Pro+ স্মার্টফোনের 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য ধার্য করা হয়েছে 24,999 টাকা। উভয় হ্যান্ডসেটই – অবসিডিয়ান ব্ল্যাক, টাইটান গোল্ড এবং ভিনটেজ গ্রীন কালার বিকল্পে পাওয়া যাবে।

আগ্রহীদের জানিয়ে রাখি, আজ ইনফিনিক্স নোট 40 প্রো সিরিজের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে আর্লি বার্ড সেলের আয়োজন করা হয়েছে। আজ যেসকল ক্রেতারা হ্যান্ডসেটগুলি কিনবেন তাদের 1,000 টাকা মূল্যের একটি ম্যাগসেফ এবং 3,999 টাকা মূল্যের ম্যাগপাওয়ার 3,020 এমএএইচ পাওয়ারব্যাঙ্ক সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে৷ আবার HDFC এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে মিলবে ধার্য মূল্যের উপর ফ্লাট 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট৷

প্রসঙ্গত, ইনফিনিক্স এই স্মার্টফোন সিরিজের পাশাপাশি ম্যাগপ্যাড (MagPad) 15 ওয়াট ওয়্যারলেস চার্জারও লঞ্চ করেছে। যা কিনতে 1,999 টাকা খরচ করতে হবে।

Infinix Note 40 Pro সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স নোট 40 প্রো সিরিজের উভয় ফোনেই কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন সহ 6.78-ইঞ্চির ফুল এইচডি প্লাস (1080 × 2436 পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টাচস্ক্রিন – 10 বিট প্যানেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিট পিক ব্রাইটনেস, 50,00,000:1 কনট্রাস্ট রেশিও এবং DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে। আবার ভালো পারফরম্যান্সের জন্য অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 প্রসেসর এবং বিএক্সএম-8-256 গ্রাফিক্স কার্ড থাকছে।

ফোন দুটি 12 জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং 256GB UFS 2.2 রম সহ পাওয়া যাবে। দুটি হ্যান্ডসেটেই 12 জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম ফিচার সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক XOS 14 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। সিরিজটির সাথে দুটি অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Infinix Note 40 Pro সিরিজে একটি LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/1.75 অ্যাপারচার ও OIS সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + এফ/2.4 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + এফ/2.4 অ্যাপারচারের সাথে 2 মেগাপিক্সেল ডেপথ লেন্স। এদিকে ডিভাইসের সামনে এফ/2.2 অ্যাপারচার ও ডুয়াল LED ফ্ল্যাশ সহ 32 মেগাপিক্সেলের সেলফি শ্যুটার লক্ষ্যণীয়।

নিরাপত্তার জন্য উভয় ফোনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভালো সাউন্ড সরবরাহের ক্ষেত্রে জেবিএল সাউন্ড ও হাই-রিস অডিও সমর্থিত স্টেরিও স্পিকার সেটআপ দেওয়া হয়েছে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল রয়েছে – ডুয়াল সিম স্লট, 5জি, ওয়াই-ফাই 5, ব্লুটুথ এবং NFC ৷ সিরিজটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP53 রেটিং প্রাপ্ত।

এবার পার্থক্যগুলি নিয়ে আলোচনা করা যাক। Infinix Note 40 Pro স্মার্টফোনে রয়েছে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং ও 20 ওয়াট ম্যাগচার্জ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আবার সিরিজের উচ্চতর মডেল অর্থাৎ Infinix Note 40 Pro+ এসেছে 4,600 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ, যা 100 ওয়াট ফাস্ট চার্জিং ও 20 ওয়াট ম্যাগচার্জ ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

সঙ্গে থাকুন ➥